অপরাধ সম্পর্কিত বিষয়ে পারস্পরিক সহায়তা আইন ও অধ্যাদেশ, ২০১২


অপরাধ সম্পর্কিত বিষয়ে পারস্পরিক সহায়তা আইন, ২০১২

( ২০১২ সনের ৪ নং আইন )

[ফেব্রুয়ারি ২০,২০১২]

অপরাধ সম্পর্কিত বিষয়ে পারস্পরিক সহায়তা আইন প্রণয়নকল্পে প্রনীত আইন

যেহেতু অপরাধমূলক কার্যের মাধ্যমে অর্জিত বা সন্ত্রাসী কার্যের সহিত সম্পৃক্ত অথবা সন্ত্রাসী সম্পত্তি ফ্রিজ বা আটক সম্পর্কিত বিষয়সহ অপরাধ সম্পর্কিত বিষয়ে অনুসন্ধান, প্রসিকিউশন এবং বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য আন্তঃরাষ্ট্রীয় সহায়তা প্রদান বা গ্রহণের জন্য বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইলঃ—

সূচী

ধারাসমূহ

অধ্যায়-১
প্রারম্ভিক
১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
২। সংজ্ঞা
অধ্যায় -২
কেন্দ্রীয় কর্তৃপক্ষ
৩। কেন্দ্রীয় কর্তৃপক্ষ
৪। কেন্দ্রীয় কর্তৃপক্ষের ক্ষমতা ও দায়িত্ব
৫। উপদেষ্টা বোর্ড
৬। উপদেষ্টা বোর্ডের কার্যপদ্ধতি
৭। সিদ্ধান্তের চূড়ান্ততা
অধ্যায়-৩
সহায়তা প্রদান এবং সহায়তার জন্য অনুরোধ
অংশ-১
সাধারণ বিধানাবলী
৮। সহায়তার পরিধি
৯। সহায়তার অনুরোধ প্রেরণ ও গ্রহণ
১০। সহায়তার অনুরোধ প্রত্যাখ্যান বা স্থগিত রাখা
১১। অনুরোধ কার্যকরকরণ
১২। অন্য আইনে সহায়তা প্রদান
১৩। গোপনীয়তা প্রকাশ না করা
অংশ-২
সহায়তার সুনির্দিষ্ট পদ্ধতি সংক্রান্ত
১৪। অনুসন্ধানের জন্য বিবৃতি ও সাক্ষ্য উপস্থাপন
১৫। বাংলাদেশের আদালত কর্তৃক সাক্ষ্য (testimony) গ্রহণ
১৬। সাক্ষ্য বা বিবৃতি গ্রহণ সম্পর্কিত বিশেষ বিধানাবলী
১৭। কোন ব্যক্তি, সত্ত্বা (entity) বা বস্তু সনাক্তকরণ
১৮। ভিডিও কনফারেন্সিং প্রযুক্তির ব্যবহার
১৯। তল্লাশি এবং আটক
২০। বাংলাদেশে আটক রহিয়াছে এমন ব্যক্তিকে হস্তান্তর
২১। ট্রানজিটকালীন কোন ব্যক্তির হেফাজত
অংশ-৩
ফ্রিজিং ও আটক
এবং বাজেয়াপ্তকরণের অনুরোধ
২২। ফ্রিজিং বা আটকের আদেশ
২৩। বিদেশী আদালতের রায় বলবৎকরণ
২৪। তৃতীয় পক্ষের অধিকার
২৫। অপরাধের মাধ্যমে অর্জিত সম্পত্তির বিলি-বন্দেজ
অংশ—৪
সরকারী দপ্তরের দলিল বা তথ্যাদি সরবরাহ
২৬। সরকারী দপ্তরের দলিল বা তথ্যাদি সরবরাহ
২৭। ফৌজদারী কার্যধারার সূচনা
অংশ-৫
কম্পিউটার সিস্টেম এবং কম্পিউটার ড্যাটা সংক্রান্ত সহযোগিতা
২৮। কম্পিউটার ড্যাটা সংরক্ষণ
২৯। সংরক্ষিত কম্পিউটার ড্যাটা উপস্থাপন
৩০। কম্পিউটার ড্যাটা তল্লাশি এবং আটক।
অধ্যায়-৪
বাংলাদেশ কর্তৃক সহায়তার অনুরোধ

৩১। বাংলাদেশ কর্তৃক সহায়তার অনুরোধ
৩২। নিরাপত্তা হেফাজতে স্থানান্তরিত ব্যক্তি সম্পর্কিত বিশেষ বিধান
৩৩। সহায়তার অনুরোধ অনুসারে বাংলাদেশে অবস্থানকারী ব্যক্তির প্রতি নিরাপদ আচরণ
৩৪। সহায়তার অনুরোধের প্রেক্ষিতে প্রাপ্ত সাক্ষ্য ব্যবহারের সীমাবদ্ধতা
অধ্যায়—৫
বিবিধ
৩৫। ব্যয়
৩৬। সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্যতা
৩৭। অনুরোধের ভাষা
৩৮। বিধি প্রণয়নের ক্ষমতা
৩৯। জটিলতা নিরসনে সরকারের ক্ষমতা
৪০। ইংরেজীতে অনূদিত পাঠ প্রকাশ
৪১। রহিতকরণ

বিশদ দেখুন এখানে

অপরাধ সম্পর্কিত বিষয়ে পারস্পরিক সহায়তা অধ্যাদেশ, ২০১২

( ২০১২ সনের ১ নং অধ্যাদেশ)

[১৭ জানুয়ারি , ২০১২]

অপরাধ সম্পর্কিত বিষয়ে পারস্পরিক সহায়তার বিধান প্রণয়নকল্পে প্রণীত
অধ্যাদেশ

যেহেতু অপরাধমূলক কার্যের মাধ্যমে অর্জিত বা সন্ত্রাসী কার্যের সহিত সম্পৃক্ত অথবা সন্ত্রাসী সম্পত্তি ফ্রিজ বা আটক সম্পর্কিত বিষয়সহ অপরাধ সম্পর্কিত বিষয়ে অনুসন্ধান, প্রসিকিউশন এবং বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য আন্তঃরাষ্ট্রীয় সহায়তা প্রদান বা গ্রহণের জন্য বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং
যেহেতু সংসদ অধিবেশনে নাই এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে:
সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারী করিলেনঃ—

সূচী

ধারাসমূহ

অধ্যায়—১
প্রারম্ভিক
১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
২। সংজ্ঞা
অধ্যায় -২
কেন্দ্রীয় কর্তৃপক্ষ
৩।কেন্দ্রীয় কর্তৃপক্ষ
৪। কেন্দ্রীয় কর্তৃপক্ষের ক্ষমতা ও দায়িত্ব
৫। উপদেষ্টা বোর্ড
৬। উপদেষ্টা বোর্ডের কার্য-পদ্ধতি
৭। সিদ্ধান্তের চূড়ান্ততা
অধ্যায়-৩
সহায়তা প্রদান এবং সহায়তার জন্য অনুরোধ
অংশ-১
সাধারণ বিধানাবলী
৮। সহায়তার পরিধি
৯। সহায়তার অনুরোধ প্রেরণ ও গ্রহণ
১০। সহায়তার অনুরোধ প্রত্যাখান বা স্থগিত রাখা
১১। অনুরোধ কার্যকরকরণ
১২। অন্য আইনে সহায়তা প্রদান
১৩। গোপনীয়তা প্রকাশ না করা

অংশ-২
সহায়তার সুনির্দিষ্ট পদ্ধতি সংক্রান্ত
১৪। অনুসন্ধানের জন্য বিবৃতি ও সাক্ষ্য উপস্থাপন
১৫। বাংলাদেশের আদালত কর্তৃক সাক্ষ্য (testimony) গ্রহণ
১৬। সাক্ষ্য বা বিবৃতি গ্রহণ সম্পর্কিত বিশেষ বিধানাবলী
১৭। কোন ব্যক্তি, সত্তা (entity) বা বস্ত্ত সনাক্তকরণ
অংশ-১
সাধারণ বিধানাবলী
১৮। ভিডিও কনফারেন্সিং প্রযুক্তির ব্যবহার
অংশ-২
সহায়তার সুনির্দিষ্ট পদ্ধতি সংক্রান্ত
১৯। তল্লাশি এবং আটক
২০। বাংলাদেশে আটক রহিয়াছে এমন ব্যক্তিকে হস্তান্তর
২১। ট্রানজিটকালীন কোন ব্যক্তির হেফাজত
অংশ-৩
ফ্রিজিং ও আটক
এবং বাজেয়াপ্তকরণের অনুরোধ
২২। ফ্রিজিং বা আটকের আদেশ
২৩। বিদেশী আদালতের রায় বলবৎকরণ
২৪। তৃতীয় পক্ষের অধিকার
২৫। অপরাধের মাধ্যমে অর্জিত সম্পত্তির বিলি-বন্দেজ
অংশ-৪
সরকারি দপ্তরের দলিল বা তথ্যাদি সরবরাহ
২৬। সরকারি দপ্তরের দলিল বা তথ্যাদি সরবরাহ
২৭। ফৌজদারী কার্যধারার সূচনা
অংশ-৫
কম্পিউটার সিস্টেম এবং কম্পিউটার ড্যাটা সংক্রান্ত সহযোগিতা
২৮। কম্পিউটার ড্যাটা সংরক্ষণ
২৯।সংরক্ষিত কম্পিউটার ড্যাটা উপস্থাপন
৩০। কম্পিউটার ড্যাটা তল্লাশি এবং আটক
অধ্যায়-৪
বাংলাদেশ কর্তৃক সহায়তার অনুরোধ

৩১। বাংলাদেশ কর্তৃক সহায়তার অনুরোধ
৩২। নিরাপত্তা হেফাজতে স্থানান্তরিত ব্যক্তি সম্পর্কিত বিশেষ বিধান
৩৩। সহায়তার অনুরোধ অনুসারে বাংলাদেশে অবস্থানকারী ব্যক্তির প্রতি নিরাপদ আচরণ
৩৪। সহায়তার অনুরোধের প্রেক্ষিতে প্রাপ্ত সাক্ষ্য ব্যবহারের সীমাবদ্ধতা
অধ্যায়-৫
বিবিধ
৩৫। ব্যয়
৩৬। সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্যতা
৩৭। অনুরোধের ভাষা
৩৮। বিধি প্রণয়নের ক্ষমতা
৩৯। জটিলতা নিরসনে সরকারের ক্ষমতা
৪০। ইংরেজীতে অনূদিত পাঠ প্রকাশ

বিস্তারিত জানতে—এখানে ক্লিক করুন

দয়া করে আপনার মন্তব্য লিখুন

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s