আয়োডিন অভাবজনিত রোগ প্রতিরোধ আইন, ১৯৮৯
( ১৯৮৯ সনের ১০ নং আইন )
[২৮ ফেব্রুয়ারী, ১৯৮৯]
আয়োডিন অভাবজনিত রোগ প্রতিরোধের বিধান প্রণয়নকল্পে প্রণীত আইন৷
যেহেতু আয়োডিন অভাবজনিত রোগ প্রতিরোধের বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়;
সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল :-
সূচী
ধারাসমূহ
১৷ সংক্ষিপ্ত শিরোনামা ও প্রবর্তন
২৷ সংজ্ঞা
৩৷ লবণ কমিটি
৪৷ ভোজ্য লবণ আমদানী ইত্যাদি নিয়ন্ত্রণ
৫৷ লবণ গবেষণাগার
৬৷ ভোজ্য লবণ বিক্রয় সংক্রান্ত বিধিনষেধ
৭৷ ভোজ্য লবণ উত্পাদনকারীর নিবন্ধীকরণ
৮৷ পরিদর্শন
৯৷ শাস্তি
১০৷ কোম্পানী কর্তৃক অপরাধ সংঘটন
১১৷ অপরাধ বিচারার্থ গ্রহণ
১২৷ বিধি প্রণয়নের ক্ষমতা