49 thoughts on “সেনা আইন

  1. আমার শশুর একজন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন ।আর এই ক্ষমতার কারণে আমার বউ কে হঠাৎ একদিন সুযোগ করে কলেজ থেকে অজ্ঞান করে নিয়ে আমার বউ প্রেগন্যান্ট ছিলো আমার বাচ্চা কে Dnc সার্জারি এর মাধ্যমে বেবি নষ্ট করে আমার বউকে আটক করে রাখছিলো কিন্তু আমার বউ ৪-৫ দিন পর আমার কাছে ফিরে আসে। আমার শশুর এখন আমাদের ক্ষতি করার চেষ্টা করতাছে ।এমতাবস্থায় আমি ও আমার বউ কি কি আইনি সহায়তা কিভাবে পেতে পারি এবং আমাদের জীবনের নিরাপত্তা কিভাবে পাবো?

    Like

  2. একজন সেনা সদস্য ইমোশনাল ব্লাকমেইল করে আমার কাছ থেকে অনেকগুলো টাকা লোন নেয়৷ পরবর্তীতে সে নানা বাহানা করছে আর আমার মোবাইল নাম্বার ব্লক করে দিয়েছে৷ এই ব্যপারে সেনাবাহিনীর কোন বিভাগে অভিযোগ দিবো?

    Like

  3. আমি বাংলাদেশ সেনাবাহিনীতে সার্জেন্ট পদে ২৬ বছর চাকুরী করার পর বরখাস্ত হয়েছি। কোন প্রকার পেনশন সুবিধা পাইনি। এখন আমি আবেদন করলে পেনশন পাবো কি-না ?

    Like

  4. স্যার,আমি একজন হতভাগা, আর্মি নং ১৪৩৯০৯৬
    ল্যান্স কর্পোঃ মোঃ তানবীর হোসেন, ইন্জিনিয়ার কোর। আমি অতিরিক্ত ওজন নিয়ে চাকুরী করতে না পারায় ১৪ বছর ৪ মাস ২৮ দিন চাকুরী করে
    দরখাস্ত দিয়ে চলে এসে বর্তমানে অসহায় অবস্থায়
    ভ্যান চালিয়ে কোনোরকমে পরিবার নিয়ে চলছি।
    দয়াকরে আমার পেনশনের ব্যবস্থা করে দিলে খুবই
    উপকার হবে 🙏🙏🙏

    Like

  5. সেনা সদস্য যদি ছুটিতে আসে পুরাতন দোষমনের সঙ্গে যদি মারামারি হয় তাহলে সেইটার অভিযোগ যদি সেনা সদরে যায় তাহলে কি সেনা সদস্যর চাকরি চলে যাবে নাকি শাস্তি দিবে, একটু জানাবেন প্লিজ,

    Like

  6. একজন সেনা সদস্য বিয়ের অনুমতির আগেই বিয়েতে আবদ্ধ হলো,,,,এই কাজটা দেখে আরো অনেকে এমন করতে পারে,,,,যারা দেশ রক্ষায় নিয়জিত তাদের দ্বারা এই কাজটা বেমানান,,,তাই এর জন্য কর্তৃপক্ষের নিকট কিভাবে নোটিশ করা যাবে??? এর উপযুক্ত শাস্তি না হলে অন্যরাও এ মন কাজ করতে পারে।

    Like

  7. কেনডিডেটঃ মোঃ রোহান আলী,পিতাঃ মো হেলাল মাতাঃ জাহানারা বেগম গ্রামঃ ক্ষিদ্রমালঞ্চি, বাগাতিপাড়া, নাটোর জেলার ছেলে। সে দালাল চক্রের মাধ্যমে টাকার বিনিময়ে রাজশাহী কেনটনমেনট মাঠে চাকরি পাওয়ার চেষ্টায় আছে। সে অত্যানত রাগী ছেলে।তার দাঁতে সমস্যা, তার চুরি করার নেশা, গাছের ফল থেকে শুরু করে পুকুরের মাছ পরযনত চুরি করে। তার মতো ছেলে যদি সেনাবাহিনিতে যোগ দেয় তাহলে দেশ ও সমাজের জন্য ক্ষতি। তাই আপনাদের কাছে আমার আকুল অনুরোধ আপনারা তার সম্পর্কে যাচাই এর মাধ্যমে চাকরি দিবেন। ধন্যবাদ সার সবটুকু পড়ার জন্য

    Like

  8. সেনা সদস্য ছুটিতে আসলে জায়গা জমি নিয়ে না না ভাবে হয়রানি করে, সেনাবাহিনীর পাওয়ার দেখিয়ে

    Like

  9. আমি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করতাম।কিন্তু একটা মামলার কারণে আমার চাকরি চলে এবং পরবর্তীতে আদালতে সে মামলাটি মিথ্যা প্রমাণিত হয় সে ক্ষেত্রে আমি কি চাকরি ফেরত পাব

    Like

      • আসসালামু আলাইকুম, কোনো সেনাবাহিনীর সৈনিক যদি কোনো মেয়ে সাথে বিয়ে প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে এবং পরে যদি বিয়ে করতে না চাই। তার বিরুদ্ধে সব রকম প্রমাণ ও আছে।তাহলে তার বিরুদ্ধে কি কোনো স্টেপ নেওয়া যাবে?

        Like

  10. এক আর্মি অফিসারের বাবা আমার কাছ থেকে টাকা নিয়েছে ব্যবসা করার জন্য কিন্তু সে এখন টাকাটা দিচ্ছে না বরং আরও গালাগালি করে । আমি সেই আর্মি অফিসারের কাছেও ফোন দিয়েছিলাম সে ব্যাপারটা দেখবে বলছে কিন্তু এরপর আর আমার ফোন ধরে না। তার বাবা একজন চরম প্রতারক ও মিথ্যাবাদী । আমি এখন কি করতে পারি পরামর্শ চাই ।ধন্যবাদ ।

    Like

  11. ছুটিতে থাকা কালিন কোন নৌবাহনি সদস্য ফৌজদারি অপরাধ কালে সামরীক আইনে তার শাস্তি কি ?

    Like

  12. স্যার আমি সেনা সদস্য ১৭(২) মোতাবেক চাকরি থেকে বরখাস্তকৃত স্যার আমি কোন ভাবে চাকরি টা পেরত পাবো।

    Like

  13. স্যার, কোনো সেনাসদস্য ছুটিতে বাড়ি এসে যদি আর ব্যাটালিয়ন না যা এবং চাকরি করতে না চাই।
    তাহলে কি তাকে বাড়িতে জোর করে ধরে নিয়ে যায়।

    Like

  14. আইন 1952এর ধারা 17 (2) মোতাবেক সামরিক চাকুরী হতে বরখাস্ত করা হয়েছে স‍্যার আমি এই আইনটা বুঝতে পারছিনা আমাকে কোন আইনে ফাসিয়ে বরখাস্ত করা হলো একটু জানাবেন স‍্যার

    Like

  15. কোন সেনা সদস্য যদি মোবাইল ফোনে কল করে হুমকি প্রদান করে, তাহলে করনীয় কি? কি কি আইনি ব্যবস্থা গ্রহন করতে পারি?.

    Like

  16. একজন চাকরিরত সেনা সদস্যর বিরুদ্ধে যদি চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছে। এমন অভিযোগ করলে কি শাস্তি হবে, আর কিভাবে অভিযোগ দায়ের করবো।

    Like

    • নিজেই সেনাসদস্য হলে অপরাধী সেনাসদস্যের বিরুদ্ধে সেনা আইনেই বিচার পাওয়ার সুযোগ আছে। অন্যথায় আদালতে মামলা করলে প্রমাণসাপেক্ষে শাস্তি হবে ইনশাআল্লাহ

      Like

  17. ৩০০৮/আর/এজি/পিএ-৩(সি) তাং১১নভেঃ২০০২ এই পলিসি টা দরকার

    Like

  18. সেনা সদস্য তার বউ দ্বারা খুবই নিপিড়ীত। তাদের বিবাহ বিচ্ছেদের জন্য কি তাদের সামরিক আদালত না জেলা আদালতে যাবে।

    Like

    • বিবাহবিচ্ছেদের জন্য আদালতে কোনো ব্যবস্থা নেই। কাবিন নামায় যদি স্ত্রীকে তালাকের অধিকার দেয়া থাকে, তাহলে কাজী অফিসে গিয়ে কিংবা উকিলের পরামর্শে নিজে নিজেই সরাসরি তালাক দিতে পারবে। সংশ্লিষ্ট চেয়ারম্যান বরাবর তালাকনামা পাঠিয়ে তালাকপ্রাপ্তকেও একটি কপি দিতে হয়। এটাই মুসলিম পারিবারিক আইনে তালাকের নিয়ম। আদালতে বিবাহ বা তালাকের কোনো বৈধতা নেই।

      Like

  19. একজন বিমান বাহিনীর সদস্যের বিরুদ্ধে অভিযোগ করতে চাই যৌতুকের দাবিতে নারী নির্যাতন করে চলেছেন।

    Like

      • স্যার আমি বিবাহ করিনাই মিথ্যা কাবিননামা তৈরি করে ও আমি ইউনিটে থাকা কালীন সময়ে একজন মহিলা নারী নির্যাতনে মামলা দায়ের করেন সে প্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক একটি তদন্ত আদালত গঠন করেন এ বিষয়ে কোন সত্যতা না থাকাই বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক সেনা আইন হতে অব্যাহতি প্রদান করে কিন্তু সিভিল কোর্টে মামলা চলমান আছে এখন সিভিল মামলা হতে অব্যাহতি পাওয়ার জন্য করনীয় কি

        Like

  20. সেনাবাহিনীর সৈনিক থেকে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে পুলিশের এস আই তে পরিক্ষা দিয়ে কৃতকার্য হওয়ার পর সেনাবাহিনী থেকে অব্যাহতি বা ছাড়পত্র গ্রহনের বিধান কি?সেনাবাহিনীতে চাকরি ১০ বছরের বেশি হয়েছে,সেনাবাহিনী হতে কোন পেনশনভুক্ত কোন সুযোগ সুবিধা পাওয়া যাবে কি? যদি নাও পাই তাহলে সেনাবাহিনী থেকে যাওয়ার বিধান কি

    Like

    • একজন বিমান বাহিনীর সদস্যের বিরুদ্ধে অভিযোগ করতে চাই যৌতুকের দাবিতে নারী নির্যাতন করে চলেছেন।

      Like

      • সেনাবাহিনীতে চাকরির এপারমেন্ট পাওয়ার পর বিয়ে করা কি অন্যায় না !!
        এই অন্যায়ের জন্য কিভাবে আবেদন বা মামলা করতে হয় আমাকে একটু বলেন স্যার

        Liked by 1 person

      • সেনাবাহিনীতে চাকরির এপারমেন্ট পাওয়ার পর বিয়ে করা কি অন্যায় না !!
        এই অন্যায়ের জন্য কিভাবে আবেদন বা মামলা করতে হয় আমাকে একটু বলেন স্যার

        Like

    • সেনাবাহিনীর যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়ে চাকরি থেকে অব্যাহতি সম্ভব। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সবকিছু হলে স্যার পত্র নিয়ে নতুন চাকরিতে দিলে সব কিছু কাউন্ট হবে।

      Like

  21. আমি একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করতে চাই। কিভাবে, কোথায় করবো?

    Like

    • দুইভাবে প্রতিকার পেতে পারেন তার বিরুদ্ধে আদালতে মামলা করতে পারেন এবং সামরিক কর্তৃপক্ষের কাছেও অভিযোগ করতে পারেন।

      Like

  22. একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কর্তিক সিভিলিয়ানদের উপর অন্যায় ভাবে তার পদবী ব্যবহার করলে জুলুম করলে তার প্রতিকার কিভাবে পাবো?

    Like

    • তার বিরুদ্ধে আদালতে মামলা কিংবা সাময়িক কর্তৃপক্ষের কাছে আবেদন করতে পারেন। মামলায় অভিযোগ প্রমাণিত হলে শাস্তি হবে।

      Like

  23. সেনা সদস্য তার বউ দ্বারা খুবই নিপিড়ীত। তাদের বিবাহ বিচ্ছেদের জন্য কি তাদের সামরিক আদালত না জেলা আদালতে যাবে।

    Like

  24. বিবাহের সময় হওয়ার পুর্বে বিবাহ করলে
    কোন শাস্তি হয় কি?

    Like

  25. সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত হলে পরে কি অন্য চাকরি পাওয়া যাবে

    Like

    • ইসলামী আইন তো আছে ভাই? দেখেন শিরোনাম খুঁজে আর আপডেট হচ্ছে আসতে আস্তে–সব পাবেন। ধন্যবাদ

      Like

দয়া করে আপনার মন্তব্য লিখুন

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s