এসিড অপরাধ দমন আইন, ২০০২
( ২০০২ সনের ২ নং আইন )
[১৭ মার্চ, ২০০২]
এসিড অপরাধসমূহ কঠোরভাবে দমনের উদ্দেশ্যে বিধান করার লক্ষ্যে প্রণীত আইন৷
যেহেতু এসিড অপরাধসমূহ কঠোরভাবে দমনের উদ্দেশ্যে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়;
সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-
সূচী
ধারাসমূহ
১৷ সংক্ষিপ্ত শিরোনামা
২৷ সংজ্ঞা
৩৷ আইনের প্রাধান্য
৪৷ এসিড দ্বারা মৃত্যু ঘটানোর শাস্তি
৫৷ এসিড দ্বারা আহত করার শাস্তি
৬৷ এসিড নিক্ষেপ করা বা নিক্ষেপের চেষ্টা করার শাস্তি
৭৷ অপরাধে সহায়তার শাস্তি
৮৷ মিথ্যা মামলা, অভিযোগ দায়ের, ইত্যাদির শাস্তি
৯৷ ক্ষতিগ্রস্তকে অর্থদণ্ডের অর্থ প্রদান
১০৷ অর্থদণ্ড বা ক্ষতিপূরণ আদায়ের পদ্ধতি
১১৷ অপরাধের তদন্ত
১২৷ ক্ষেত্রবিশেষে আসামীকে সাক্ষী গণ্য করা
১৩৷ তদন্তকারী কর্মকর্তা কর্তৃক আলামত, সাক্ষ্য ইত্যাদি সংগ্রহে গাফিলতি
১৪৷ অপরাধের আমলযোগ্যতা, অ-আপোষযোগ্যতা ও অ-জামিনযোগ্যতা
১৫৷ জামিন সংক্রান্ত বিধান
১৬৷ বিচার পদ্ধতি
১৭৷ অভিযুক্ত শিশুর বিচার পদ্ধতি
১৮৷ আসামীর অনুপস্থিতিতে বিচার
১৯৷ ম্যাজিস্ট্রেট কর্তৃক যে কোন স্থানে জবানবন্দি গ্রহণের ক্ষমতা
২০৷ রাসায়নিক পরীক্ষক, রক্ত পরীক্ষক, ইত্যাদির সাক্ষ্য
২১৷ সাক্ষীর উপস্থিতি
২২৷ ফৌজদারী কার্যবিধির প্রয়োগ, ইত্যাদি
২৩৷ এসিড অপরাধ দমন ট্রাইব্যুনাল
২৪৷ অপরাধ বিচারার্থ গ্রহণ, ইত্যাদি
২৫৷ অন্য আইনের অধীন সংঘটিত কতিপয় অপরাধের ক্ষেত্রে ট্রাইব্যুনালের এখ্তিয়ার
২৬৷ আপীল
২৭৷ মৃত্যুদণ্ড অনুমোদন
২৮৷ নিরাপত্তামূলক হেফাজত
২৯৷ মেডিক্যাল পরীক্ষা
৩০৷ বিধি প্রণয়নের ক্ষমতা