সন্ত্রাস বিরোধী (সংশোধন) আইন, ২০১২
( ২০১২ সনের ৬ নং আইন )
[২০ ফেব্রুয়ারি, ২০১২]
সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (২০০৯ সনের ১৬ নং আইন) এর সংশোধনকল্পে
প্রণীত আইন
যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (২০০৯ সনের ১৬ নং আইন) এর সংশোধন সমীচীন ও প্রয়োজনীয়;
সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইলঃ—
সূচী
ধারাসমূহ
১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
২। ২০০৯ সনের ১৬ নং আইনের ধারা ২ এর সংশোধন
৩। ২০০৯ সনের ১৬ নং আইনের ধারা ৩ এর সংশোধন
৪। ২০০৯ সনের ১৬নং আইনের ধারা ৫ এর প্রতিস্থাপন।
৫। ২০০৯ সনের ১৬ নং আইনের ধারা ৬ এর প্রতিস্থাপন
৬। ২০০৯ সনের ১৬ নং আইনের ধারা ৭ এর প্রতিস্থাপন
৭। ২০০৯ সনের ১৬ নং আইনের ধারা ১৩ এর সংশোধন
৮। ২০০৯ সনের ১৬ নং আইনের ধারা ১৫ এর প্রতিস্থাপন
৯। ২০০৯ সনের ১৬ নং আইনের ধারা ১৬ এর প্রতিস্থাপন
১০। ২০০৯ সনের ১৬ নং আইনের ধারা ১৭ এর সংশোধন
১১। ২০০৯ সনের ১৬নং আইনের ধারা ১৯ এর সংশোধন
১২। ২০০৯ সনের ১৬ নং আইনের ধারা ২০ এর সংশোধন
১৩। ২০০৯ সনের ১৬ নং আইনের ধারা ২২ এর সংশোধন।
১৪। ২০০৯ সনের ১৬ নং আইনের ধারা ২৩ এর সংশোধন
১৫। ২০০৯ সনের ১৬ নং আইনের ধারা ২৪ এর সংশোধন।
১৬। ২০০৯ সনের ১৬ নং আইনের ধারা ২৫ এর সংশোধন
১৭। ২০০৯ সনের ১৬ নং আইনের ধারা ২৯ এর সংশোধন
১৮। ২০০৯ সনের ১৬ নং আইনের ধারা ৩২ এর সংশোধন
১৯। ২০০৯ সনের ১৬ নং আইনের ধারা ৩৩ এর সংশোধন।
২০। ২০০৯ সনের ১৬ নং আইনের ধারা ৩৪ এর প্রতিস্থাপন।
২১। ২০০৯ সনের ১৬ নং আইনের ধারা ৩৫ এর প্রতিস্থাপন
২২। ২০০৯ সনের ১৬ নং আইনের ধারা ৩৬ এর সংশোধন
২৩। ২০০৯ সনের ১৬ নং আইনের ধারা ৩৮ এর সংশোধন
২৪। রহিতকরণ ও হেফাজত
বিস্তারিত দেখুন-এখানে ক্লিক
মূল আইন দেখুন–এখানে ক্লিক করুন
সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ এর তফসিল কোথায় পাব, বলবেন , প্লিজ।
এই লিংকে http://bdlaws.minlaw.gov.bd নাই। আমার খুব দরকার।
LikeLike
এটা আমার জানা নেই ভাই, আইন মন্ত্রণালয় থেকে জানতে পারেন
LikeLike