মানবপাচার প্রতিরোধ ও দমন আইন-২০১২


মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২

( ২০১২ সনের ৩ নং আইন )

[ফেব্রুয়ারি ২০, ২০১২]

মানব পাচার প্রতিরোধ ও দমন এবং মানব পাচার অপরাধের শিকার ব্যক্তিবর্গের সুরক্ষা ও অধিকার বাস্তবায়ন ও নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণের উদ্দেশ্যে বিধান প্রণয়নকল্পে প্রণীত আইন

যেহেতু মানব পাচার প্রতিরোধ ও দমন এবং মানব পাচার অপরাধের শিকার ব্যক্তিবর্গের সুরক্ষা ও অধিকার বাস্তবায়ন ও নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণের উদ্দেশ্যে বিধান করা আবশ্যক; এবং
যেহেতু মানব পাচার সংক্রান্ত সংঘবদ্ধভাবে সংঘটিত আন্তঃদেশীয় অপরাধসমূহ প্রতিরোধ ও দমনকল্পে আন্তর্জাতিক মানদন্ডের সহিত সঙ্গতিপূর্ণ বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়;
সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইলঃ—

সূচী

ধারাসমূহ

প্রথম অধ্যায়
প্রারম্ভিক
১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
২। সংজ্ঞা
৩। মানব পাচার
৪। আইনের প্রাধান্য এবং ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮, ইত্যাদির প্রযোজ্যতা
৫। এই আইনের অতিরাষ্ট্রিক (extraterritorial) প্রয়োগ
দ্বিতীয় অধ্যায়
মানব পাচার ও তদ্‌সংশ্লিষ্ট অপরাধসমূহ এবং দণ্ড
৬। মানব পাচার নিষিদ্ধকরণ ও দণ্ড
৭। সংঘবদ্ধ মানব পাচার অপরাধের দণ্ড
৮। অপরাধ সংঘটনে প্ররোচনা, ষড়যন্ত্র বা প্রচেষ্টা চালানোর দণ্ড
৯। জবরদস্তি বা দাসত্বমূলক শ্রম বা সেবা প্রদান করিতে বাধ্য করিবার দণ্ড
১০। মানব পাচার অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অপহরণ, চুরি এবং আটক করিবার দণ্ড
১১। পতিতাবৃত্তি বা অন্য কোনো প্রকারের যৌন শোষণ বা নিপীড়নের জন্য আমদানী বা স্থানান্তরের দণ্ড
১২। পতিতালয় পরিচালনা বা কোন স্থানকে পতিতালয় হিসাবে ব্যবহারের অনুমতি প্রদানের দণ্ড
১৩। পতিতাবৃত্তির উদ্দেশ্যে আহবান জানাইবার দণ্ড
১৪। ভিকটিম বা মামলার সাক্ষীকে হুমকি প্রদানের দণ্ড
১৫। মিথ্যা মামলা বা মিথ্যা অভিযোগ দায়েরের দণ্ড
১৬। অপরাধের আমলযোগ্যতা, আপোষযোগ্যতা ও জামিনযোগ্যতা
তৃতীয় অধ্যায়
অভিযোগ দায়ের এবং তদন্ত
১৭। অভিযোগ দায়ের
১৮। অপরাধ সংঘটনের ক্ষেত্রে আইনগত অনুমান
১৯। তদন্ত
২০। প্রতিরোধমূলক তল্লাশী এবং আটক
চতুর্থ অধ্যায়
মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল এবং অপরাধের বিচার
২১। মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠন
২২। ট্রাইব্যুনালের ক্ষমতা
২৩। ট্রাইব্যুনালের অধিকতর তদন্ত সংক্রান্ত ক্ষমতা
২৪। বিচারকার্য সম্পন্নের সময়সীমা
২৫। রুদ্ধ-কক্ষ বিচার (trial in-camera)
২৬। দোভাষী নিয়োগ
২৭। সম্পত্তি আটক (seizure) , অবরুদ্ধকরণ (freeze)ও বাজেয়াপ্তকরণ (confiscation) এবং অতিরাষ্ট্রিক নিষেধাজ্ঞা
২৮। ট্রাইব্যুনাল কর্তৃক ক্ষতিপূরণ প্রদানের আদেশ
২৯। বিদেশী দলিল, লিখিত তথ্য প্রমাণাদি বা উপাদানের গ্রহণযোগ্যতা
৩০। ইলেকট্রনিক তথ্য প্রমাণের গ্রহণযোগ্যতা
৩১। আপিল
পঞ্চম অধ্যায়
মানব পাচারের শিকার ব্যক্তিবর্গ এবং সাক্ষীদিগকে সহায়তা এবং তাহাদের সুরক্ষা ও পুনর্বাসন
৩২। মানব পাচারের শিকার ব্যক্তিবর্গকে বা ভিকটিমদের চিহ্নিতকরণ এবং উদ্ধার
৩৩। ভিকটিম বা মানব পাচারের শিকার ব্যক্তিবর্গের প্রত্যাবাসন (repatriation) এবং প্রত্যাবর্তন (return)
৩৪। ভিকটিম বা মানব পাচারের শিকার ব্যক্তিবর্গ এবং জনসাধারণকে সাধারণভাবে তথ্য সরবরাহ
৩৫। আশ্রয় কেন্দ্র এবং পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠা
৩৬। নিরাপত্তা বিধান (protection) , পুনর্বাসন এবং সামাজিক একাঙ্গীভূতকরণ (integration)
৩৭। ফৌজদারী বিচারের ক্ষেত্রে ভিকটিম বা ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং সাক্ষীর সুরক্ষা বিধান
৩৮। শিশু ভিকটিম এবং শিশু সাক্ষীর অধিকার রক্ষা
৩৯। ক্ষতিপূরণ আদায়ে দেওয়ানী মামলা রুজু করিবার অধিকার
৪০। মানব পাচারের শিকার ব্যক্তিকে আর্থিক সহায়তা প্রদান
ষষ্ঠ অধ্যায়
মানব পাচার দমন ও প্রতিরোধে যৌথ বা পারস্পরিক আইনি সহযোগিতা
৪১। মানব পাচার দমন ও প্রতিরোধে যৌথ বা পারস্পরিক আইনি সহায়তা এবং সহযোগিতা
সপ্তম অধ্যায়
বিবিধ
৪২। মানব পাচার প্রতিরোধ তহবিল
৪৩। জাতীয় মানব পাচার দমন সংস্থা
৪৪। কোম্পানী বা ফার্ম কর্তৃক অপরাধ সংঘটন
৪৫। সমতার নীতির প্রয়োগ এবং ক্ষমতার অপব্যবহার রোধে বিধান
৪৬। বিধি প্রণয়নের ক্ষমতা
৪৭। রহিতকরণ ও হেফাজত
৪৮। আইনের ইংরেজিতে অনূদিত পাঠ

বিস্তারিত এখানে- মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২

দয়া করে আপনার মন্তব্য লিখুন

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s