দেওয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন, ২০১২
( ২০১২ সনের ১ নং আইন )
[ফেব্রুয়ারি ২০, ২০১২]
দেওয়াল লিখন ও পোস্টার লাগানো নিয়ন্ত্রণ করিবার উদ্দেশ্যে প্রণীত আইন
যেহেতু দেওয়াল লিখন ও পোস্টার লাগানো নিয়ন্ত্রণকল্পে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়;
সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইলঃ—
সূচী
ধারাসমূহ
১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
২। সংজ্ঞা
৩। দেওয়াল লিখন ও পোস্টার লাগানো নিষিদ্ধ
৪। দেওয়াল লিখন ও পোস্টার লাগাইবার স্থান নির্ধারণ
৫। বিদ্যমান দেওয়াল লিখন বা পোস্টার সম্পর্কে ব্যবস্থা গ্রহণ, ইত্যাদি
৬। অপরাধ ও দণ্ড
৭। বিচার
৮। কোম্পানী, ইত্যাদি কর্তৃক অপরাধ সংঘটন
৯। বিশেষ বিধান
১০। বিধি প্রণয়নের ক্ষমতা
বিস্তারিত–দেওয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন, ২০১২