|
||||
[২৭ নভেম্বর, ২০১৩] |
||||
Bangladesh Travel Agencies (Registration and Control) Ordinance রহিতক্রমে উহা পুনঃপ্রণয়নের উদ্দেশ্যে প্রণীত আইন |
||||
যেহেতু Bangladesh Travel Agencies (Registration and Control), Ordinance, 1977 (ordinance No. XLVIII of 1977) রহিতক্রমে উহা পুনঃপ্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইলঃ— |
||||
সূচী |
||||
ধারাসমূহ | ||||
১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন | ||||
২। সংজ্ঞা | ||||
৩। নিবন্ধন কর্তৃপক্ষ | ||||
৪। নিবন্ধন সনদ ব্যতীত ট্রাভেল এজেন্সি প্রতিষ্ঠার উপর নিষেধাজ্ঞা | ||||
৫। নিবন্ধন সনদ ইস্যু, ইত্যাদি | ||||
৬। নিবন্ধন সনদ প্রাপ্তির যোগ্যতা | ||||
৭। নিবন্ধন সনদের মেয়াদ ও নবায়ন | ||||
৮। নিবন্ধন সনদ হস্তান্তর ও ঠিকানা পরিবর্তনের উপর বিধি-নিষেধ | ||||
৯। নিবন্ধন সনদ স্থগিত বা বাতিল | ||||
১০। নিবন্ধন কর্তৃপক্ষের আদেশের বিরুদ্ধে আপিল | ||||
১১। দণ্ড | ||||
১২। বিধি প্রণয়নের ক্ষমতা | ||||
১৩। ইংরেজীতে অনূদিত পাঠ প্রকাশ | ||||
১৪। রহিতকরণ ও হেফাজত |