[১ ফেব্রুয়ারী, ১৯৯০] <!– –>
|
||||
|
||||
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং মাদকাসক্তদের চিকিত্সা ও পুনর্বাসনকল্পে প্রণীত আইন৷ | ||||
যেহেতু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং মাদকাসক্তদের চিকিত্সা ও পুনর্বাসনকল্পে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্বারা নিম্নরূপ আইন করা হইল :- |
||||
সূচী |
||||
ধারাসমূহ | ||||
|
||||
১৷ সংক্ষিপ্ত শিরোনামা ও প্রবর্তন | ||||
২৷ সংজ্ঞা | ||||
৩৷ আইনের প্রাধান্য | ||||
৪৷ জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ড প্রতিষ্ঠা | ||||
৫৷ বোর্ডের দায়িত্ব ও কর্তব্য | ||||
৬৷ সভা | ||||
৭৷ জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ড তহবিল | ||||
৮৷ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর | ||||
৯৷ এ্যালকোহল ব্যতীত মাদকদ্রব্যের উত্পাদন ইত্যাদি নিষিদ্ধ | ||||
১০৷ এ্যালকোহল উত্পাদন ইত্যাদি সম্পর্কে বিধান | ||||
১০ক৷ মাদকদ্রব্য ইত্যাদির হিসাব রক্ষণ | ||||
১১৷ লাইসেন্স ইত্যাদি প্রদান | ||||
১২৷ লাইসেন্স ইত্যাদি প্রদানের ব্যাপারে বিধি-নিষেধ | ||||
১৩৷ মাদকদ্রব্যের ব্যবস্থাপত্র সম্পর্কে বিধি-নিষেধ | ||||
১৪৷ মাদকদ্রব্যের দোকান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করার ক্ষমতা | ||||
১৫৷ মাদকাসক্তি পরামর্শ কেন্দ্র, নিরাময় কেন্দ্র ইত্যাদি | ||||
১৬৷ মাদকাসক্তের চিকিত্সা | ||||
১৭৷ মাদকাসক্তি সম্পর্কে তথ্য সরবরাহ | ||||
১৮৷ মাদক শুল্ক | ||||
১৯৷ ধারা ৯ এর বিধান লঙ্ঘনের দণ্ড | ||||
২০৷ মাদকদ্রব্য উত্পাদনে ব্যবহারযোগ্য যন্ত্রপাতি ইত্যাদি রাখার দণ্ড | ||||
২১৷ অপরাধ সংঘটনে গৃহ বা যানবাহন ইত্যাদি ব্যবহার করিতে দেওয়ার দণ্ড | ||||
২২৷ লাইসেন্স ইত্যাদি ব্যতিরেকে কাজ করিবার দণ্ড | ||||
২৩৷ লাইসেন্স ইত্যাদির শর্ত ভঙ্গ করার দণ্ড | ||||
২৪৷ বেআইনী বা হয়রানিমূলক তল্লাশী ইত্যাদির দণ্ড | ||||
২৫৷ অপরাধ সংঘটনে প্ররোচনা ইত্যাদির দণ্ড | ||||
২৬৷ শাস্তির ব্যবস্থা করা হয় নাই, এই রকম অপরাধের দণ্ড | ||||
২৭৷ লাইসেন্স ইত্যাদি বাতিল | ||||
২৮৷ লাইসেন্স ইত্যাদি সাময়িকভাবে স্থগিতকরণ | ||||
২৯৷ কোম্পানী কর্তৃক অপরাধ সংঘটন | ||||
৩০৷ অপরাধ সম্পর্কে অনুমান (presumption) | ||||
৩১৷ অপরাধ বিচারার্থ গ্রহণ | ||||
৩১ক৷ জামিন সংক্রান্ত বিধান | ||||
৩২৷ প্রবেশ ইত্যাদির ক্ষমতা | ||||
৩৩৷ বাজেয়াপ্তযোগ্য মাদকদ্রব্য ইত্যাদি | ||||
৩৪৷ বাজেয়াপ্তকরণ পদ্ধতি | ||||
৩৫৷ বাজেয়াপ্ত ও আটককৃত দ্রব্যাদির নিষ্পত্তি বা বিলিবন্দেজ | ||||
৩৫ক৷ দণ্ডপ্রাপ্ত ব্যক্তির সম্পদ বাজেয়াপ্তকরণ | ||||
৩৬৷ পরোয়ানা ব্যতিরেকে তল্লাশী ইত্যাদির ক্ষমতা | ||||
৩৭৷ দেহ তল্লাশীর জন্য বিশেষ পরীক্ষা | ||||
৩৮৷ আটক ইত্যাদি সম্পর্কে ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিতকরণ | ||||
৩৯৷ মহা-পরিচালক ইত্যাদির তদন্তের ক্ষমতা | ||||
৪০৷ পরোয়ানা জারীর ক্ষমতা | ||||
৪১৷ প্রকাশ্য স্থান ইত্যাদিতে আটক বা গ্রেফতারের ক্ষমতা | ||||
৪২৷ তল্লাশী ইত্যাদির পদ্ধতি | ||||
৪২ক৷ গোপন অভিযান ও নিয়ন্ত্রিত বিলি | ||||
৪২খ৷ অপরাধ তদন্তের সময়সীমা | ||||
৪৩৷ পারস্পরিক সহযোগিতায় বাধ্যবাধকতা | ||||
৪৪৷ মামলার তদন্ত হস্তান্তর | ||||
৪৫৷ গ্রেফতারকৃত ব্যক্তি ও আটককৃত মালামাল সম্পর্কে বিধান | ||||
৪৬৷ ব্যাংক-হিসাব ইত্যাদি পরীক্ষা-নিরীক্ষা | ||||
৪৭৷ সম্পত্তি হস্তান্তর ইত্যাদি নিষিদ্ধ | ||||
৪৮৷ মাদকাসক্তের তালিকা | ||||
৪৯৷ কতিপয় লাইসেন্স প্রদানের ক্ষেত্রে বিধিনষেধ | ||||
৫০৷ রাসায়নিক পরীক্ষক ও তাঁহার রিপোর্ট | ||||
৫১৷ সরল বিশ্বাসে কৃত কাজকর্ম রক্ষণ | ||||
৫২৷ বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে কতিপয় বিষয়ের নিষ্পত্তি | ||||
৫৩৷ ক্ষমতা অর্পণ | ||||
৫৪৷ ক্ষতিপূরণ ইত্যাদির দাবী অগ্রহণযোগ্য | ||||
৫৫৷ বিধি প্রণয়নের ক্ষমতা | ||||
৫৬৷ রহিতকরণ ও হেফাজত | ||||
বিস্তারিত–এখানে ক্লিক করুন |