বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫( ১৯৯৫ সনের ১ নং আইন )


পরিবেশ সংরক্ষণ, পরিবেশগত মান উন্নয়ন এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও প্রশমনকল্পে প্রণীত আইন৷
 
যেহেতু পরিবেশ সংরক্ষণ, পরিবেশগত মান উন্নয়ন এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও প্রশমনকল্পে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়;
সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল :-
 

সূচী

ধারাসমূহ
 

১৷ সংক্ষিপ্ত শিরোনামা ও প্রবর্তন
২৷ সংজ্ঞা
২ক৷ আইনের প্রাধান্য
৩৷ পরিবেশ অধিদপ্তর
৪৷ মহাপরিচালকের ক্ষমতা ও কার্যাবলী
৪ক৷ আইন প্রয়োগকারী সংস্থা ও অন্যান্য কর্তৃপক্ষের সহায়তা গ্রহণ
৫৷ প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা
৬৷ পরিবেশের জন্য ক্ষতিকর ধোঁয়া সৃষ্টিকারী যানবাহন সম্পর্কে বাধা-নিষেধ
৬ক৷ পরিবেশের জন্য ক্ষতিকর সামগ্রী উত্পাদন, বিক্রয় ইত্যাদির উপর বাধা-নিষেধ
৬খ। পাহাড় কাটা সম্পর্কে বাধা-নিষেধ
৬গ। ঝুঁকিপূর্ণ বর্জ্য উৎপাদন, আমদানী, মওজুদকরণ, বোঝাইকরণ, পরিবহণ, ইত্যাদি সংক্রান্ত বাধা-নিষেধ
৬ঘ। জাহাজ কাটা বা ভাঙ্গার কারণে সৃষ্ট দূষণ সংক্রান্ত বাধা-নিষেধ
৬ঙ। জলাধার সম্পর্কিত বাধা-নিষেধ।
৭৷ প্রতিবেশ ব্যবস্থার ক্ষতির ব্যাপারে ব্যবস্থা গ্রহণ
৮৷ পরিবেশ দূষণ বা অবক্ষয় সম্পর্কে মহাপরিচালককে অবহিতকরণ
৯৷ অতিরিক্ত পরিবেশ দুষক নির্গমন ইত্যাদি
১০৷ প্রবেশ ইত্যাদির ক্ষমতা
১১৷ নমুনা সংগ্রহের ক্ষমতা ইত্যাদি
১২৷ পরিবেশগত ছাড়পত্র
১৩৷ পরিবেশ নির্দেশিকা প্রণয়ন
১৪৷ আপীল
১৫৷ দণ্ড
১৫ক৷ অপরাধের সহিত সংশ্লিষ্ট বস্তু, যন্ত্রপাতি বাজেয়াপ্তি
১৫খ। অপরাধের সহিত সংশ্লিষ্ট বস্তু যন্ত্রপাতি বাজেয়াপ্তি
১৬৷ কোম্পানী কর্তৃক অপরাধ সংঘটন
১৭। ক্ষতিপূরণের মামলা দায়ের
১৮৷ সরল বিশ্বাসে কৃত কাজকর্ম রক্ষণ
১৯৷ ক্ষমতা অর্পণ
২০৷ বিধি প্রণয়নের ক্ষমতা
২১৷ রহিতকরণ ও হেফাজত
 বিস্তারির–এখানে ক্লিক করুন
 

 

দয়া করে আপনার মন্তব্য লিখুন

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s