গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের প্রস্ত্মাবনার অথবা ৮, ৪৮, ৫৬, ৫৮, ৮০, ৯২ক বা ১৪২ অনুচ্ছেদ সংশোধনের ব্যবস্থা করিয়া কোন বিল উক্ত সংবিধানের ১৪২(১) অনুচ্ছেদ অনুযায়ী সংসদে গৃহীত হইবার পর উহাতে রাষ্ট্রপতি সম্মতিদান করিবেন কি করিবেন না এই প্রশ্নটি যাচাইয়ের জন্য গণভোটের বিধান প্রণয়নকল্পে প্রণীত আইন৷ | |
যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের প্রস্ত্মাবনার অথবা ৮, ৪৮, ৫৬, ৫৮, ৮০, ৯২ক বা ১৪২ অনুচ্ছেদ সংশোধনের ব্যবস্থা করিয়া কোন বিল উক্ত সংবিধানের ১৪২(১) অনুচ্ছেদ অনুযায়ী সংসদে গৃহীত হইবার পর উহাতে রাষ্ট্রপতি সম্মতিদান করিবেন কি করিবেন না এই প্রশ্নটি যাচাইয়ের জন্য সংবিধানের ১৪২(১ক) অনুচেছদ মোতাবেক গণভোটের বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:- |
|
সূচী |
|
ধারাসমূহ | |
|
|
১৷ সংক্ষিপ্ত শিরোনামা | |
২৷ সংজ্ঞা | |
৩৷ কমিশন কর্তৃক প্রজ্ঞাপন জারী | |
৪৷ রিটার্নিং অফিসার নিয়োগ | |
৫৷ ভোটকেন্দ্র | |
৬৷ প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার নিয়োগ | |
৭৷ ভোটার এবং ভোটার তালিকা | |
৮৷ ভোট গ্রহণের সময় | |
৯৷ মুলতবী ভোটগ্রহণ | |
১০৷ গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ | |
১১৷ ব্যালট বাক্স | |
১২৷ ভোটকেন্দ্রে প্রবেশ | |
১৩৷ ভোটকেন্দ্রের শৃংখলা রক্ষা | |
১৪৷ ভোটদান পদ্ধতি | |
১৫৷ নষ্ট ব্যালট পেপার | |
১৬৷ ভোটগ্রহণের সময় অতিবাহিত হইবার পর ভোটদান | |
১৭৷ ভোটগ্রহণ সমাপ্তির পর অনুসরণযোগ্য পদ্ধতি | |
১৮৷ ফলাফল একীভূতকরণ | |
১৯৷ ফলাফল একীভূতকরণ এবং ঘোষণা | |
২০৷ নির্বাচন কমিশনের আদেশ জারী করার ক্ষমতা | |
২১৷ কমিশনকে সহায়তা প্রদান | |
২২৷ দায়মুক্তি | |
২৩৷ কতিপয় বিষয়ে কমিশন কর্তৃক নির্দেশ প্রদান | |
২৪৷ বিধি প্রণয়ন
বিশদ জানতে—- এখানে ক্লিক করুন |