অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন, ২০০১


 
অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন, ২০০১
( ২০০১ সনের ১৬ নং আইন )
[১১ এপ্রিল, ২০০১]
 
 
 
অর্পিত সম্পত্তি হিসাবে তালিকাভুক্ত কতিপয় সম্পত্তি বাংলাদেশী মূল মালিক বা তাহার বাংলাদেশী উত্তরাধিকারী বা উক্ত মূল মালিক বা উত্তরাধিকারীর বাংলাদেশী স্বার্থাধিকারী (Successor-in-interest) এর নিকট প্রত্যর্পণ এবং আনুষংগিক বিষয়াদি সম্পর্কে বিধান প্রণয়নকল্পে প্রণীত আইন৷
 
যেহেতু অর্পিত সম্পত্তি হিসাবে তালিকাভুক্ত কতিপয় সম্পত্তি বাংলাদেশী মূল মালিক বা তাহার বাংলাদেশী উত্তরাধিকারী বা উক্ত মূল মালিক বা উত্তরাধিকারীর বাংলাদেশী স্বার্থাধিকারী (Successor-in-interest) এর নিকট প্রত্যর্পণ এবং আনুষংগিক বিষয়াদি সম্পর্কে বিধান প্রণয়ন সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-

 
সূচী
ধারাসমূহ
 
১৷ সংক্ষিপ্ত শিরোনামা
২৷ সংজ্ঞা
৩৷ আইনের প্রাধান্য
৪৷ দেওয়ানী কার্যবিধির সীমিত প্রয়োগ
৫৷ মালিক, প্রমুখের নিকট প্রত্যর্পণযোগ্য সম্পত্তি প্রত্যর্পণ এবং ইহার ফলাফল
৬৷ কতিপয় সম্পত্তি [প্রত্যর্পণযোগ্য সম্পত্তির তালিকায়] অন্তর্ভুক্তি নিষিদ্ধ
৭৷ [প্রত্যর্পণযোগ্য] সম্পত্তির দাবীতে নূতন মামলা দায়ের বা দাবী উত্থাপন নিষিদ্ধ
৮। [প্রত্যর্পণযোগ্য] সম্পত্তির হস্তান্তর নিষিদ্ধ
৯৷[প্রত্যর্পণযোগ্য ]সম্পত্তির তালিকা প্রকাশ
৯ক। [***]
৯খ।[***]
৯খখ। [***]
৯গ। [***]
৯ঘ। [***]
১০৷ [প্রত্যর্পণযোগ্য] সম্পত্তি প্রত্যর্পণ বা অবমুক্তির আবেদন, রেজিষ্ট্রি, রায় ও রায়ের অনুলিপি
১১৷ ডিক্রী বাস্তবায়ন
১২৷ অবমুক্তির সিদ্ধান্তের আইনগত প্রকৃতি
১৩৷ [প্রত্যর্পণযোগ্য] সম্পত্তি সংক্রান্ত মামলার abatement, কার্যধারা বন্ধ ও ট্রাইব্যুনালে দাবী উত্থাপন
১৪৷ অস্থায়ী ইজারা প্রদত্ত [প্রত্যর্পণযোগ্য] সম্পত্তি সম্পর্কিত বিধান
১৫৷ প্রত্যর্পণযোগ্য জনহিতকর সম্পত্তি সম্পর্কিত বিধান
১৬৷ ট্রাইব্যুনাল স্থাপন ও উহার গঠন
১৭৷ ট্রাইব্যুনালের এখতিয়ার
১৮৷ আপীল
১৯। অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আপীল ট্রাইবুনাল স্থাপন ও উহার গঠন।
২০৷ আপীল ট্রাইব্যুনালের এখতিয়ার
২০ক। [***]
২১। [***]
২২। [ট্রাইব্যুনাল ও আপীল ট্রাইব্যুনালের কার্যপদ্ধতি]
২৩৷ একতরফা শুনানী ও একতরফা খারিজ সম্পর্কিত বিশেষ বিধান
২৪৷ সাক্ষ্য গ্রহণ, সাক্ষীর উপস্থিতি ও দলিল উপস্থাপন নিশ্চিতকরণ
২৫৷ বিধানের অপর্যাপ্ততার ক্ষেত্রে [ট্রাইব্যুনাল ও আপীল ট্রাইব্যুনালের]বিশেষ এখতিয়ার
২৬৷ অ-দাবীকৃত সম্পত্তি সংক্রান্ত বিধান
২৭। ক্রয়ের ক্ষেত্রে অগ্রাধিকার
২৮৷ অর্পিত সম্পত্তি বাবদ ক্ষতিপূরণ বা অন্যবিধ দাবী নিষিদ্ধ
২৮ক। ‘খ’ তফসিল বিলুপ্তি, ইত্যাদি সম্পর্কিত বিশেষ বিধান।
২৯৷ সরল বিশ্বাসে কৃত কাজকর্ম রক্ষণ
৩০৷ বিধি প্রণয়নের ক্ষমতা
৩১৷ বিচারিক কার্যক্রম
৩২৷ অপরাধ ও দণ্ড
৩৩৷ রহিতকরণ

সম্পূর্ণ আইন এখানে 

দয়া করে আপনার মন্তব্য লিখুন

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s