142 thoughts on “সেনা আইন

  1. 59দিন পর তার জন্য ওয়ারেট করে ধরে নিয়ে আসব বিচার ওইখানে হবে ওইখানে কি রকম বিচার হয় আমি তার ইউনিটে বিচার পাওয়ার অপেক্ষায় থাকবো নাকি আদালতে যাব ওইখানে বিচার পাওয়ার অপেক্ষা করলে আদালতে সময় থাকবো না প্লিজ জানাবেন

    Like

  2. আসসালামু আলাইকুম,

    আমার স্বামী মোঃ আরিফুল ইসলাম, সৈনিক নং-১৬১৯৪৩৩, বগুড়া সেনানিবাসে কর্মরত আছে। সে বিগত ২০১৮ সালে আমাকে গোপনে বিয়ে করে। পরবর্তীতে ডিপার্টমেন্টে কাবিননামা দাখিল করার জন্য পুনরায় ২০২২ সালে কাবিন রেজিঃ করে। কিন্তু বিয়ের পর হতেই আমার স্বামী সর্বদা যৌতুকের দাবিতে আমাকে মারপিট করে এবং তাকে তালাক দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। এরই ধারাবাহিকতায় গত এক সপ্তাহ আগে আমার স্বামী ছুটিতে থাকাবস্থায় আমাকে অমানুষিক নির্যাতন করে তাড়িয়ে দিয়েছে। ফলে বর্তমানে আমি একটি দুগ্ধপোষ্য শিশু নিয়ে উদবাস্তু হিসাবে বিভিন্ন জায়গায় অবস্থান করছি। ইতিমধ্যে জানতে পেরেছি আমার স্বামী বগুড়া থেকে রংপুর পোস্টিং হয়েছে। এমতাবস্থায় আমি কোথায় অভিযোগ করলে সঠিক প্রতিকার পাব?

    Like

  3. আমার হাসবেন্ড সেনাবাহিনীতে চাকরি করে দুই বছর আগে আমাকে বিয়ে করে চুরি করে তার পরিবার জানার পর আমাকে মেনে নিতে চায় না এখন সে আমার জন্য তালাক নোটিশ পাঠাই সেটা নিয়ে আমি তার ইউনিটে যাই লিখত অভিযোগ দি সিউর কাছে সবকিছু খুলে বলি সে ছুটিতে বাড়িতে থাকে অভিযোগ করার পর সে জয়েন না হয়ে পালিয়ে যায় সিউ বলছে 69দিন পর তার জন্য ওয়ারেনট বের হবে আমি কি ওইখানে বিচার পাওয়ার জন্য অপেক্ষা করব নাকি আদালতে যাব প্লিজ জানাবেন

    Like

  4. আমার হাসবেন্ড সেনাবাহিনীতে চাকরি করে দুই বছর আগে আমাকে চুরি করে বিয়ে করে তার পরিবার জানার পর আমাকে মেনে নিতে চায় না এখন সে আমার জন্য তালাক নোটিশ পাঠাই সেটা নিয়ে আমি তার ইউনিটে যাই লিখত অভিযোগ দি সিউর কাছে সবকিছু খুলে বলি সে ছুটিতে বাড়িতে থাকে অভিযোগ করার পর সে জয়েন না হয়ে পালিয়ে যায় সিউ বলছে 69দিন পর তার জন্য ওয়ারেনট বের হবে আমি কি ওইখানে বিচার পাওয়ার জন্য অপেক্ষা করব নাকি আদালতে যাব অপেক্ষা করলে আদালতে যাওয়ার টাইম টা শেষ হয়ে যাবে

    Like

  5. আমার ভাতিজা গত ১ তারিখে সেনাবাহিনীর ট্রেনিং এ যোগদান করেছে। কিন্তু রেখে আসার পর থেকে আমার ভাই মারাত্মক অসুস্থ হয়ে পড়েছে৷ বার বার ছেলের কথা বলছে আর তাকে দেখতে চাচ্ছে
    মুলত ছেলের জন্যই অসুস্থ হয়েছে
    মানে ওকে কখনো চোখের আড়াল হতে দেয়নি তো।
    এ অবস্থায় করনীয় কি? ওর সাথে কি দেখা করা যাবে?

    Like

  6. একটি মেয়ের সাথে আমার ১ বছর ২ মাসের রিলেশন মেয়ের বাবা মা ঢাকায় থাকতে মেয়েটি যশোর তার দাদির কাছে থাকতো দাদির সাথে ঝগড়া করে,,,, আমাকে নিয়ে যেতে বলে,,, তখন আমার বাসায় নেওয়ার মত পরিস্থিতি না থাকায় একটা ম্যস ঠিক করে দি,,, তারপর ৮ মাস ধরে তার খরচ বহন করি সব কিছুর,,,,, যাবতীয় সব কিছুর দায়িত্ব নি তারপর আমি নাক ফুল পরিয়ে রাখি। কিছু দিন পর তার দাদির সাথে ঝামেলা মিটে গেলে মেয়েটি তার বাসায় আমাকে নিয়ে যায় তারপর আমি ওই বাসায় যাওয়া আশা করি,,,, ৪ মাস রেগুলার অনেক বার রাতেও থেকেছি,,,, নাক ফুল পরানোর পর আমরা কুয়াকাটা ছিলাম একসাথে ৪ দিন তারপর ওর চাকরি হয় আমি বলি চাকরি করা দরকার নেই সে মেনে নেই,,,, কিন্তু হটাৎ কিছু দিন পর,,, আমাকে কিছু না জানিয়ে ট্রেনিং এ চলে যায়,,,, এখন তার বাবা মা আমার সাথে বিয়ে দিতে রাজি না,,,, উল্টো ভয় ভিতি দেখাচ্ছে,,,, অনেক গুলো ছবি চ্যট,,, ভিডিও আমার কাছে আছে এখন কী আমি তাকে সেনাবাহিনী থেকে ফিরিয়ে এনে বিয়ে করতে পারবো,,,,, বা এর সমাধান কী

    Like

  7. আমার হাসবেন্ড সেনাবাহিনীর আইটি অফিসার এখন এখন কুয়েত সেনাবাহিনীর আইটি অফিসার হিসেবে আছে তবে ওনি আমাকে কোন বরন পোষন দেয়না তার মধ্যে এখন বলে জেনো তাকে ডিভোর্স লেটার পাঠাই দিতাম কিন্তু আমি চাই না দিতে সে আমাকে বিয়ে করে দুই মাস সংসার করে বাবা বাড়িতে আজ এক বছর পেলে রাখছে কোন যোগাযোগ করছে কোন ভরনপোষণ দেয় না এমন অবস্থায় আমি কি করতে পারি হেল্প মি,,,

    Like

    • সরকারি চাকরি খুব ঠুনকো চাকরি বিশেষ করে সেনাবাহিনী পুলিশ ও বিডিআর এর। এতবড় অন্যায় ও জুলুমের পর একবছর অপেক্ষা বা চুপচাপ থাকাই তো আমার কাছে সন্দেহযুক্ত মনে হয়।

      যাহোক দুটা উপায় আছে, সহজ উপায় হলো তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রমাণসহ লিখিত আবেদন করা। আর দ্বিতীয় উপায় দীর্ঘমেয়াদী ব্যবস্থা হলো, আদালতে মামলা করা।

      প্রথম ব্যবস্থা গ্রহণ করলে সে চাকরি হারানোর ভয়ে আপনাকে গ্রহণ করতে বাধ্য হবে।

      Like

  8. আমি বাংলদেশ সেনাবাহিনীতে আবেদন করছি। টেলিটক থেকে আমার ফোনে একটা মেসেজ আসে। আমি ভুলে সেটি ডিলিট করে ফেলেছি! এখন আমার কি করণীয়? কেউ জানালে উপকৃতহতাম! 🥺🙏

    Like

    • টেলিটক কাস্টমার কেয়ার কিংবা টেলিটক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে দুইমাস থেকে দুইবছর পর্যন্ত ফোন কলের স্টেটমেন্ট নেয়া যায়।

      Like

  9. একজন সেনাসদস্য ১ এক্স বেট খেলে অনেক টাকা লস দেয়। একদিন আমাকে ডেকে বলে লোকজন দিয়ে বলে যে তুই আমার একাউন্ট থেকে টাকা চুরি করছস। বলে যে ২ লাখ চুরি করছস এখন ৫ লাখ দিবি। বলে আমার কাছে ৩০০ টাকার একটা ব্লানক স্ট্যাম্পে জোর করে সই করিয়ে নেয়। এখন প্রতিদিন হুমকি দেয় টাকা না দিলে নাকি ক্ষতি করবে। কি করা উচিত এখন আমার?

    Like

  10. ২০০৫ থেকে ২০১২ পর্যন্ত এই ছয় সাত বছর চাকরি করার পর ছুটিতে এসে আর ইউনিটের জয়েন দেয়া হয় নাই, সেই ক্ষেত্রে উক্ত সৈনিকের মাসিক বেতনের কর্তন রয়েই যায় । উক্ত টাকা ফেরত পাওয়া সম্ভব হবে কিনা, দয়া করে জানাবেন। উত্তর সৈনিক কে কোন ধরনের আউট হিসাবে চিহ্নিত করা হয়েছে। জানাইলে খুশি হব। ধন্যবাদ স্যার।

    Like

  11. আমার বয়ফ্রেন্ড সেনাবাহিনীর রিকুট, তার সাথে আমার ছবি আছে এটা দেখালে কি তার চাকরি টা থাকবে স্যার প্লিজ বলেন স্যার

    Like

    • বয়ফ্রেন্ড হোক বা স্বামী হোক, এ ধরনের ধর্ম সমাজ ও শৃঙ্খলাবিরোধী কাজর জন্য শাস্তি অবধারিত, যদি আপনি ছবি-প্রমাণসহ তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দরখাস্ত দিতে পারেন।

      Like

      • একটি মেয়ের সাথে আমার ১ বছর ২ মাসের রিলেশন মেয়ের বাবা মা ঢাকায় থাকতে মেয়েটি যশোর তার দাদির কাছে থাকতো দাদির সাথে ঝগড়া করে,,,, আমাকে নিয়ে যেতে বলে,,, তখন আমার বাসায় নেওয়ার মত পরিস্থিতি না থাকায় একটা ম্যস ঠিক করে দি,,, তারপর ৮ মাস ধরে তার খরচ বহন করি সব কিছুর,,,,, যাবতীয় সব কিছুর দায়িত্ব নি তারপর আমি নাক ফুল পরিয়ে রাখি। কিছু দিন পর তার দাদির সাথে ঝামেলা মিটে গেলে মেয়েটি তার বাসায় আমাকে নিয়ে যায় তারপর আমি ওই বাসায় যাওয়া আশা করি,,,, ৪ মাস রেগুলার অনেক বার রাতেও থেকেছি,,,, নাক ফুল পরানোর পর আমরা কুয়াকাটা ছিলাম একসাথে ৪ দিন তারপর ওর চাকরি হয় আমি বলি চাকরি করা দরকার নেই সে মেনে নেই,,,, কিন্তু হটাৎ কিছু দিন পর,,, আমাকে কিছু না জানিয়ে ট্রেনিং এ চলে যায়,,,, এখন তার বাবা মা আমার সাথে বিয়ে দিতে রাজি না,,,, উল্টো ভয় ভিতি দেখাচ্ছে,,,, অনেক গুলো ছবি চ্যট,,, ভিডিও আমার কাছে আছে এখন কী আমি তাকে সেনাবাহিনী থেকে ফিরিয়ে এনে বিয়ে করতে পারবো,,,,, বা এর সমাধান কী?

        Like

  12. অনলাইনে কাজ করার কথা বলে বিভিন্ন ভাবে আমার থেকে ৫০ হাজার টাকা নিছে এক সেনাবাহিনীর সিভিলের লোক। কিন্তু সে আমাকে কোন কাজ শিখায় নাই উলটা প্রতারণা করছে। তার বিরুদ্ধে কিভাবে আমি মামলা করতে পারি?

    Like

    • সকল তথ্য প্রমান নিয়ে ক্যান্টনম্যান্টে যোগাযোগ করুন

      Like

  13. আমার বয়ফ্রেন্ড সেনাবাহিনীর রিকুট, তার সাথে আমার ছবি আছে এটা দেখালে কি তার চাকরি টা থাকবে

    Like

  14. আসসালামু আলাইকুম স্যার।
    স্যার দীর্ঘ ৬ বছর আগে এক সৈনিক এর সাথে আমার বিবাহ হয়। বিবাহের পরে সে আমাকে বিভিন্ন ভাবে ঘড়োয়া নির্যাতন করেন এবং ৭ লক্ষ টাকা যৌতুক নেওয়ার পরেও আমাকে আরো নির্যাতন করে যৌতুক নেওয়ার জন্য। এই অবস্থা আমি জর্জ কোর্টে তার নামে মামলা দায়েল করি।আজ ৩ বছর মামলা চলছে সে কোর্টে কখনো আসে না।সেনানিবাস থেকে বলা হচ্ছে সে পলাতক।এই অবস্থায় আমি কি করতে পারি।

    Like

  15. সেনাবাহিনীর লোক যদি পারিবারিক ভাবে গন্ডগোল করে তাহলে কি করো নিয়ো

    Like

  16. আসসালামু আলাইকুম স্যার আমি বাংলাদেশ সেনাবাহিনীর বিধি বিধান আইন সম্পর্কে একটি বই এর নাম জানতে চাই কি কি অপরাধে কি কি শাস্তি দেওয়া হয় বা কোথায় আবেদন করতে হয় এই সংক্রান্ত একটি বই আইনি বই আমার প্রয়োজন স্যার প্লিজ

    Like

  17. কোন সৈনিক যদি চাকরি থেকে ছুটি এসে ছুটি শেষে জয়েন না করে এবং ৯০ দিন অতিক্রম হয়ে যায় ফলে ইউনিট থেকে আরও ১০ দিনে ছুটি বাড়ানো হয় এটা কি আর্মিতে সম্ভব, উক্ত সৈনিক যদি এই দশ দিনের মধ্যে ইউনিটের যোগদান করে সেক্ষেত্রে কি তার কোন সাজা আসবে।।।

    Like

  18. আমি কোনো অপরাধ করিনি তারপর ও আমাকে মারামারি মিথ্যা মামলায় জেল হেটেচি ১১ দিন তার পর আপিল করে বাহির হয়ে আসছি। তাহলে আমি কী? সেনাবাহীনিতে চাকরি করতে পারবনা?

    Like

  19. বেসামরিক ব্যাক্তি কতৃক সেনা অফিসার হয়রানির শিকার হলে/মানহানির শিকার হলে সেক্ষেত্রে করনীয় কি?? তার বিরুদ্ধে কি ব্যাবস্থা গ্রহণ করা যেতে পারে??

    Like

    • আসসালামু আলাইকুম স্যার
      আমি সৈনিক জাহিদুল ইসলাম স্যার ৪ বছর চাকুরি করেছি স্যার ফেমেলির চাপে বিয়ে করেছিলাম পারিবারিক ভাবে বিয়ের পর বউ অনেক চাপ দিতে থাকে বাচ্চা হয়ে ছিলো কিন্তু ছুটি যেতেপারিনি বউ আমার ঘর করবে না একবার ৮ মাস ছুটি পাইনি করোনার সময় পরে অসুস্ত হয়েছিলাম ১ মাসের ছুটি জাই কিন্তু কপালের লিখন বউ আমার সাতে মনমালিন্ন হয়ে আমার সিওর কাছে রিপোর্ট করে আমার ছুটি কেন্চেল হয় আমি ইউনিটে যাই আমার সিও আমাকে ২/৩ দিন পর সিএম এইচএ পাঠায় সাইকেটিক ওয়াডে আমি জানতাম না সে কি করছে আবার আমাকে ইউনিটে নিয়ে আসে তারপর আবার আমাকে সিএমএসে পাঠায় প্রয় ৩মাস পর আমাকে চাকুরি তেকে অব্যাহতি দেয় আমাকে যে দিন ইউনিট ছেরে চলে আসতে হয় সে দিন আমাকে কোন কাগজ পত্রদেয়নি বলেছিলো রেকড এ থেকে কল করলে সেখানে যেতে কিন্তু কেরর্ড ও কোনো খোজ নেয় না একদিন রেকর্ড এগিয়ে যানতে পারি আমাকে এটমটু সুইসাইড ১২/২ এ অব্যহতি দিয়েছে কিছুই বুযলামনা কি ভাবে কি স্যার গরিবের সন্তান চাকুরিটা করে বাবামা পরিবারের পেট চালাতাম আর সে পেটে এভাবে লাথ
      স্যার চাকুরি টাকি ফিরে পাওয়া যায়না কি?

      Like

    • এ ব্যাপারে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট ঘটনা জানিয়ে সহযোগিতা কামনা করতে পারেন। সেনাবাহিনী বেসামরিক ব্যক্তির বিরুদ্ধে করণীয়র ব্যাপারে তারা পরামর্শ দিতে পারেন। আপনি কোর্টেও মামলা করতে পারেন। কোনো ভালো উকিলের সঙ্গে পরামর্শ করেন।

      Like

  20. আলমগির নামে একজন আমাকে স্পেসাল কোঠার কথা বলে আমার কাছ থেকে টাকা নিছে বলছে যে সেনাবাহিনির স্পেসাল কোঠায় চাকরি দেবে আমার বয়স ২২ বছর স্পেসাল কোঠায় কি কাউকে চাকরি দেওয়া হয় দয়া করে পরামর্শ দিবেন।

    Like

    • বাংলাদেশ সেনাবাহিনী একটি সুশৃঙ্খল বাহিনী। এখানে শারীরিক ও মানসিক ভাবে সুস্থ ব্যাক্তিকেই নির্বাচন করা হয়। সেনাবাহিনীতে ভর্তির ক্ষেত্রে কোন টাকা পয়সা লাগেনা। যে আপনার কাছে স্পেশাল কোঠার কথা বলে টাকা চেয়েছে সে নিশ্চয়ই একজন প্রতারক। এসব প্রতারকের থেকে দুরে থাকুন। এবং এসব লোকের পরিচয় এবং ঠিকানা সেনাবাহিনীর মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করুন।

      Like

  21. বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য হয়ে,বিয়ার পারমিশন হয়নি এমন অবস্থায় বিয়ে করে বউকে ডির্ভোস দিলে কি কি সমস্যা হতে পারে?

    Like

  22. স্যার আপিল কিভাবে করতে হয়। আর আপিল কোথায় যেয়ে করতে হয় স্যার
    আপিল করার পপদ্ধতি টা কিভাবে কি স্যার
    দয়া করে জানাবেন স্যার

    Like

  23. আসসালামু আলাইকুম স্যার। সেনাবাহিনীর অফিসার পদে গ্রিন কার্ড পাওয়ার পর একটা সমস্যার কারনে আনফিট করেছে
    এখন আপিল করতে বলেছে।
    স্যার কিভাবে আপিল করতে হয় আমরা জানি না
    আর আপিল করার সময় যে ওষুধ খাওয়ার কারনে প্রবলেম টা হয়েছিলো সেই জন্য সেই কাগজ পত্র গুলা সো করে আপিল করবো কি না স্যার?
    আর স্যার আপিল করার সিস্টেম টা কি দয়া করে বল্লে অনেক উপকার হয় আমার জন্য স্যার।
    ধন্যবাদ স্যার।

    Like

    • আপিল করতে হয় যিনি আনফিট ঘোষণা করেছেন, তার উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে। সেখানে সকল প্রকার ডকুমেন্ট দিয়ে প্রমাণ করতে হয় যে, আপনি সাময়িকভাবে ওষুধের কারণে আনফিট হয়েছেন, যা স্থায়ী নয়। যেটাই হোক একজন ভালো উকিলের কাছে গেলেই তিনি লিখে দেবেন।

      Like

  24. Amar boyos 22 years ami hsc re 4.33 peyechi . Ami ki akhon army er training korte cai , cakri korbo na sudhu training ta nia rakhbo, amader desh a amon subidha ace ki , je keu army er training nite parbe

    Like

  25. সেনা বাহিনীতে চাকরি হওয়ার কত সময় পর একজন সৈনিক বিয়ে করার অনুমতি পায়?আমাকে একজন বলেছিল ৫ বছর চাকরি করার পর বিয়ে করা যায় বা করতে হয়।

    Like

    • একজন সেনা সদস্য প্রায় আজকে দশ বছর ধরে একটা মেয়ের সাথে রিলেশান আছে, তাকে বিয়ে প্রলোয়ান দেখিয়ে তার সাথে অনেক মেলামিশা করছে, হঠাৎ প্রায় ৫ বছর আগে মেয়েটারে না জানিয়ে ছেলেটা বিয়ে করে ফেলে, তারপর মেয়েটার জানার পর তাকে বলা হইছে, এটা একটা অক্সিডেন্ড হয়ে গেছে, পরিবারের কথায় বাধ্য হয়ে সে বিয়ে করে ৷ বিয়ে করার পরেও ছেলেটা বিয়েটাকে ডিস্টার্ব করে, তাকে আবারও মিথ্যা প্রলোয়ান দেখিয়ে তার সাথে আবার মেলামিশা শুরু করে, কিন্তু তারপর এসব কর্মকান্ড তার পরিবার এবং তার কোনো আত্নীয় স্বজন জানে না, তারা যদি জিঙ্গেস সে এগুলা সবকিছু অস্বীকার করে ৷ ছেলেটা বর্তমানে কুমিল্লা ক্যান্টেমেন্টে আছে ৷ এখন কিভাবে কি করলে ছেলেটা ভালো একটা শান্তি পাবে !!!

      Like

  26. মিজান নামে একজন সৈনিক । সে এখন যশোর সেনানিবাসে আছে। সে আমার চাকরি দেওয়ার কথা বলে আমার বাবা এর কাছ থেকে আনুমানিক ২ লাখ টাকা নিয়েছে । আমি এটার বিচার চাই।
    আমার বাবা একজন পরবাসী।

    Like

    • আপনি যশোর সেনানিবাসে গিয়ে উক্ত সৈনিক এর অধিনায়কের নিকট অথবা সেখানে গিয়ে কোনো সেনা অফিসার কে বিষয়টা জানান।

      Like

  27. আমি নং4529394 পদবী সৈনিক নাম মো শরীফ মিয়া ইউনিট 41বীর বরিশাল শেখহাসিনা সেনানিবাস আমার বাবার নাম মো আব্দুল হামিদ 90বছর ৫ভাই ৪বোন চাকুরী থাকাকালীন একটা মেয়ের সাথে সম্পর্ক হয় সে বিয়ে করার জন‍্য আমারে অনেক চাপ দেই আমি তারে বলেছিলাম আমি ছুটি গ‍েলে চুরি করে বিয়ে করে রাখবো এখন আমার বিয়ের বয়স হয় নাই আর ঐ সময় আমার গ্রুপ ট্রেনিং চলতেছিল তাকে অনেক বুঝিয়েছি তুমি গ‍েটে আইসো না আসলে আমার জব টা চলে সে তার পরেও গেটে এসে রিপোর্ট দেই এর পর স‍্যার আমার কাছে শুনে আমি স্বীকার গেছি আমি বলছি স‍্যার আমার বিয়ের বয়স হয় নাই তাই আমি না করছি এর পর আমি স‍্যার কে বলি স‍্যার আমরা অনেক গরীব মানুষ আমার চাকুরিটা শেষ করে দিয়েন না তার পরেও আমারে কোট মার্শাল করে এখন আমি খুব খারাপ একটা অবস্থায় আছি পরিবারের অবস্থা খুব খারাপ অনেক দারিদ্র পরিবার বাবা বৃদ্ধ 90+বছর কোনো কাজ করতে পারে না অনেক কান্না করে আপনাদের কাছে আমার আবেদন আমার পরিবারের মুখের দিকে তাকিয়ে আমার চাকুরিটা ফিরে চাই😔😔

    Like

  28. রাজিব আহম্মেদ নামে একজন মেজর তার বর্তমান কর্মস্থাল শেখ হাসিনা সেনানিবাস বরিশাল। আমার কাছে থেকে আনসার ব্যাটালিয়ন এর চাকরি দেওয়ার কথা বলে ১ লাখ ৫০ হাজার টাকা নেয় এবং সে চাকরি দিতে পারে না কিন্ত এখন টাকা গুলা আর ফিরে দেয় না

    Like

  29. আমি একজন ছাত্র।। ডিগ্রী পাস করে বেকার হয়ে আছি। রাব থেকে এলপিআর আসছে আমার পাশের এলাকায় একজন লোক সেনাবাহিনীতে চাকরি করেতো।সে আমাকে বলে যে তোমাকে ব্যসাময়িক বিমান চলাচল কর্তৃপক্ষের তোমাকে একটা চাকরি দেই। তার বিনিময় তুমি আমাকে ৩ লক্ষ ৩০ হাজার টাকা দিবে। তাকে আমি তিন লাখ ত্রিশ হাজার টাকা দে। প্লাস টাকা চাইলে সে আমাকে আরো হুমকি দেয় আজ সাত মাস যাবৎ আগে তিন লাখ ত্রিশ হাজার টাকা দিছি।আজও পর্যন্ত সে আমাকে আজও পর্যন্ত সে আমাকে কোন টাকা পয়সা কিছুই দেয়নি। আরো হুমকি দেয় টাকা চাইলে বলে যে আরো কিসের টাকা তুই পাবি। এই যদি হয় দেশের একজন সেনাসদস্য কর্মকান্ড দেশের জনগণ তাহলে কি করবে। সে ৫৯ বেঙ্গলে চাকরি করতো।তার নাম সাইদুর রহমান বাড়ি মানিকগঞ্জ জেলা মানিকগঞ্জ সদর থানা

    Like

  30. মাননীয় প্রধানমন্ত্রী
    আস্সালামুলাইকুম।
    মা আমি একজন অসহায় মা।
    আমার স্বামি নং ৪০৪৬৪৬৭
    সৈনিকঃ আবু মোঃ জাহিদ আলম।
    সিলেট হবিগন্জ।
    ৬৬ই বেঙ্গল, শেখ হাসিনা সেনানিবাস, বরিশাল

    পিতাঃ বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মালেক।
    আমার স্বামী বাংলাদেশ সেনাবাহিনীতে গত ১৫ টা বছর অতি নিষ্ঠার সাথে চাকুরী করে আসছে।মা আজ দুটি বছর ধরে আমার বাচ্চাদের নিয়ে মৃত্যুর আক্কেপ করছি,মাগো গত ০৭/১১/২১তারিখে আমার স্বামির সাথে সামান্য জগড়া হয়,এক ভাবি বলে সিও কে জানাও দেখবা আর এমন হবে না। আমি গেইটে যাই বলি ইউনিট এ যাব লোকজন বলে এখানে বলো।তার পর ইউনিটের লোক এসে আমার স্বামিকে নিয়ে যায়,তার পর আমাদের সিও স্যার, ল্যাফটেন্ট কর্নেল আবু মোঃ শাহনুর শাওন নং ৬৯১৫ উনি আমার স্বামিকে বিনা সাজায় ২৫ দিন কয়েদি শেলে আটকে রেখে ০৫/০৮/২১ কোর্ট মার্শাল করে দেয়।মা সিও কাছে যাওয়ার কারন ছিল উনারা একটু শাসন করলে আর বাজে চিন্তা করবে না এ জন্য,কিন্তু উনারা আমার বাচ্চাদের রিজিক মেরে দিবে জানলে আমি মরে গেলেও যেতাম না।আজ আমি বড় অসহায় স্বামীর কাছে দোষী। সন্তাদের কাছেও।মা আমার স্বামির চাকুরীটা পিরিয়ে দিন মা😭🙏🙏🙏
    আল্লাহরয়াস্তে।
    তিনটা বাচ্চা নিয়ে কতটা কস্টে আছি আল্লাহ ছারা কেউ যানে না।২বছরে এমন কোথাও নেই যে সাহায্য চাই নাই,হেড কোয়াটার গেছি, ও খানে কারও সাথে দেখা করতে দেয় নাই,ইউনিটে দরখাস্ত করছি কিছু বলে নাই,,সেনাপ্রধান বরাবর দরখাস্ত করছি। কোথাও কোন সাহায্য পাইনি মা।
    নারী হয়ে নারীর কাছে ভিক্ষা চাই মাগো আমাদের একটু সাহায্য করেন মা।আমজর সন্তানদের জন্য সিওর কাছে ও ফোনে ভিক্ষা চাইছি, বলছি ওনাকে মাপ করে দেন।আমাকে বলছে কিচ্ছু হবেনা।দেখা করতে চাইনা মানা করে।পরবর্তীতে শুকনা কোর্ড মার্শাল করে দিছে।মা আল্লাহর দয়ায় আমার স্বামির চাকুরীটা পিরিয়ে দিন🙏

    Like

    • অন্যের কথায় যখন বেশি বুঝেন তখন আপনাদের পরিণতি এমন হওয়াটাই যোগ্য। সরকার একদম ঠিক করেছে আপনার সাথে। যেমন কুকুর তেমন মুগুর
      এই জগতে কেউ কাউকে ভালো পরামর্শ দেয় না আপনার সেটা বোঝা উচিত ছিল। বেশি সুখে ছিলেন তো তাই স্বামীর গুরুত্ব বুঝেন নি। এখন না খেয়ে থাকেন।

      Like

      • Apnader motho SOITAHAN der jonno narir jibon dongsho.Shami k bachathe nijer gaye dhush nilam. fazil luk sob jaygay pakhnami 😡😡😡😡😡

        Like

  31. স্যার, আসসালামুআলাইকুম,,,,
    আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান,,
    আমি একটি কম্পানিতে চাকুরী করছি। আমার পিতা গত ২০২১ সালে পরলোক গমন করার পর থেকে আমার প্রিয় মানুষ গুলোর চরিত্র খুব ভালো ভাবেই বুঝতে পারছি,, তার মধ্যে আমার স্ত্রী, শশুর- শাশুড়ী, ও আমার স্ত্রীর ৩ মামার।। আপনি জানেন সংসার জীবনে স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মধ্যেই একটু ঝগড়া হয়েই থাকে,, এই সামান্য বিষয় তার মা, বাবা, ও ৩ মামার কাছে কিছু হলেই বিচার দিয়ে দেয়।। যার জন্য প্রায়ই তারা আজে বাজে কথা ও বিভিন্ন ভাবে হুমকি দিয়ে যায়।। এর মধ্যে আমার স্ত্রীর ৩ মামার মধ্যে ১ জন সেনাবাহিনীর সদস্য।। তিনি সেনাবাহিনীতে চাকরি করছেন এমন মন্তব্য করে বিভিন্ন ক্ষমতার দাপট দেখিয়ে মারধরের ও আজেবাজে অশালীন ভাষায় গালাগালি করেন!!!
    স্যার, আমি একজন বীর মুক্তিযোদ্ধা সন্তান হিসাবে আমি আমার ও আমার মায়ের নিরাপত্তার সার্থে উক্ত সেনাবাহিনীর কোনো সদস্যের কাছে এর কোন সমাধন পাব কি???? যদি সমাধন চাই তাহলে কার বরাবর আবেদন দিতে হবে?? এবং তার বিরুদ্ধে সেনাবাহিনীর পক্ষ থেকে শাস্তির ব্যবস্থা আছে কি না এবং কি শাস্তি তা জানতে চাই!!!

    Like

    • আপনার ওপরের মন্তব্যটি দেখেনেকজন মহিলা ঝগড়ার কারণে আবেগে স্বামীর বিরুদ্ধে সেনাবাহিনীতে অভিযোগ দেয়ায় স্বামীর চাকরিই চলে গেছে। এখন তিনি অসহায় হয়ে কাঁদছেন। তাই আপনিও সেই সেনাসদস্যের বিরুদ্ধে সেনাবাহিনীতে তার উর্ধ্বতন কর্মকর্তা কাছে অভিযোগ দিতে পারেন।

      Like

  32. স্যার আমি বাংলাদেশ সেনাবাহিনীর একজন সৈনিক ছিলাম স্যর ফ্যেমেলির চাপে ৩বছর চাকুরি চলাকালিন সময়ে আমি বিয়ে করি পরে আমার সংসারে জামেলা সুরিহয় তা অনেক কথা এর মধ্য আমি একটু অস্স্ত হয়ে পরি পরে অবশ্য ভালো হয়ে যাই তবে আমার আসে পাসের একজন সার্জেন্ট আমাকে দেখতে পারতো না স্যার একদিন মন খারাপ করে বাহিরে বক্সের উপর বসে ছিলাম আমার হাতে একটা ফোন ছিলো আমি বলি আর ফোন চালাবোনা এর চেয়ে মরে জাওয়া ভালো এটা সুনে সে সার্জেন্ট রিপোট দিয়ে দেয় অফিসারের কাচে পরে আমাকে cmh থেকে এটেমটু সুইসাইট দেখিয়ে চাকুরি থেকে অব্যহতি দিয়ে দেয় আমার সিও আমি বুজতে পারিনি কি আমার দোস এর আগে সে মেয়েটার সাতে চারাচারি হয় তাতে কোন সমস্য হয়নি তবে কেনইবা আমাকে এভাবে লান্চিত করা হল। তবে মেয়েটি উপর লেবেল থেকে আমার সিওর কাছে ফোন করায়। স্যার আমি কি করবো বোঝতেছিনা গরিব মানুয় চাকুরিটা প্রয়োজন

    Like

      • ভাই একটা মেয়ের কারনে আজ আমার পুরো পরিবার টা শেষ ৪মাস হলো চাকুরিটা গেছে অনেক কষ্টে আছি পরিবারটারে নিয়ে 😔😔😔😔😔

        Like

  33. আমার সাথে একজন সেনা সদস্য এর রিলেশন আছে। সে আমাকে বিয়ে ও করতে চেয়েছে। তাই ও আমাকে বলেছিল রিং পরিয়ে রাখতে যাতে আমাদের রিলেশন ভেংগে না যায়।তার কথা মতো আমি তাকে রিং পরিয়ে রাখি বিয়ের উদ্দেশ্য। এরপর আমরা আমাদের রিলেশন এর কথা দুই পরিবার কে জানিয়ে দিলে সমস্যা বাধে।তার পরিবার কখনও আমাকে মেনে নিতে চায় না। তাই আমরা সিদ্ধান্ত নেই পালিয়ে বিয়ে করার। সে যতবার আমার কাছে আসতে চেয়েছে ততবার ওর পরিবার ওকে আটকে দিয়েছে। ওর সাব টাকা ফোন কেরে নিয়ছে।আর তার অন্য মেয়ের সাথে বিয়ে ঠিক করে রাখছে।সে অন্য কার ফোন থেকে চুরি করে কথা বলত আমার সাথে। পরে আবার আমার কাছ থেকে টাকা নিয়ে সে আবার ফোন কিনে কথা বলত। সে আবার আমার সাথে বিয়ের কথা বলে তার পরিবার এর সাথে। এতে তার পরিবার রাগ হয় এবং তাকে ৫০ হাজার টাকা দিয়ে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে।আমার কাছে সে আবার ও টাকা চায়।আমাকে বলে টাকার বাবস্থা না করলে সে আত্তহত্যা করবে। ভয় পেয়ে তাকে আবার ৫০ হাজার টাকা দেই। এই ভাবে সে আমার কাছ থেকে বিভিন্ন সময় ১ লক্ষ টাকা নেয়।১৯ মে সে আমার কাছে আসার জন্য গাড়ি তে ওঠে। তার আপু তাকে আবার ধরে নিয়ে গেছে। তার পর থেকে ২ সপ্তাহ থেকে যোগাযোগ নাই।সে আমাকে সেস বার এর মতো বলছিল তার নামে যেন আমি নালিশ করি। যাতে ওর পরিবার ওকে অন্য কথাও বিয়ে দিতে না পরে।তাছাড়া ওওর বিয়ের ওরডার হয়নি এখনো। আমি ওর বিয়ে কি করে আটকাবো। আর কোন ক্যান্টনমেন্ট এ নালিশ করব বুঝতেছি না।যদি হেল্প করতেন তথ্য দিয়ে।ও ঢাকা কচুখেত ক্যান্টনমেন্ট এ থাকত।

    Like

    • তার উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপনার রিলেশন এর বিষয়টা জানিয়ে তার অসহায়ত্ব এবং তার প্রতি টর্চারিং এর বিষয়টা তুলে ধরলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশি। বরং আপনি একজন ভালো উকিলের সঙ্গে পরামর্শ করে দেখতে পারেন।

      Like

  34. আমার শশুর একজন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন ।আর এই ক্ষমতার কারণে আমার বউ কে হঠাৎ একদিন সুযোগ করে কলেজ থেকে অজ্ঞান করে নিয়ে আমার বউ প্রেগন্যান্ট ছিলো আমার বাচ্চা কে Dnc সার্জারি এর মাধ্যমে বেবি নষ্ট করে আমার বউকে আটক করে রাখছিলো কিন্তু আমার বউ ৪-৫ দিন পর আমার কাছে ফিরে আসে। আমার শশুর এখন আমাদের ক্ষতি করার চেষ্টা করতাছে ।এমতাবস্থায় আমি ও আমার বউ কি কি আইনি সহায়তা কিভাবে পেতে পারি এবং আমাদের জীবনের নিরাপত্তা কিভাবে পাবো?

    Like

    • এতবড় নারী নির্যাতন এবং বাচ্চা নষ্ট করার অপরাধ এতদিন গোপন রেখে আপনি এখন পরামর্শ চাচ্ছেন, এটা রহস্যজনক।

      আদালত অথবা থানায় গুম, অপহরণ, নারীনির্যাতন ও বাচ্চা নষ্ট করার মামলা করলে সেই শয়তান কখনো জেল থেকে বের হতেই পারবে না।

      Like

  35. একজন সেনা সদস্য ইমোশনাল ব্লাকমেইল করে আমার কাছ থেকে অনেকগুলো টাকা লোন নেয়৷ পরবর্তীতে সে নানা বাহানা করছে আর আমার মোবাইল নাম্বার ব্লক করে দিয়েছে৷ এই ব্যপারে সেনাবাহিনীর কোন বিভাগে অভিযোগ দিবো?

    Like

    • টাকা হাওলাত নেয়ার দলিল থাকলে আপনি থানা বা আদালতেও মামলা করতে পারেন। আর সেনাবাহিনীতে তার ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা সেনাপ্রধানের কাছেও আবেদন করতে পারেন। কঠিন শাস্তি হবে যদি প্রমাণ হয়।

      Like

  36. আমি বাংলাদেশ সেনাবাহিনীতে সার্জেন্ট পদে ২৬ বছর চাকুরী করার পর বরখাস্ত হয়েছি। কোন প্রকার পেনশন সুবিধা পাইনি। এখন আমি আবেদন করলে পেনশন পাবো কি-না ?

    Like

    • অপরাধের কারণে গুরুদণ্ড হলে বা চাকরি থেকে বরখাস্ত হলে সুযোগসুবিধা পাওয়ার তো কথা নয়। এ ব্যাপারে সেনা আইন বা আদালতে আপিলের সুযোগ থাকলে আপনি আপিল করতে পারতেন। উকিলের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিন।

      Like

  37. স্যার,আমি একজন হতভাগা, আর্মি নং ১৪৩৯০৯৬
    ল্যান্স কর্পোঃ মোঃ তানবীর হোসেন, ইন্জিনিয়ার কোর। আমি অতিরিক্ত ওজন নিয়ে চাকুরী করতে না পারায় ১৪ বছর ৪ মাস ২৮ দিন চাকুরী করে
    দরখাস্ত দিয়ে চলে এসে বর্তমানে অসহায় অবস্থায়
    ভ্যান চালিয়ে কোনোরকমে পরিবার নিয়ে চলছি।
    দয়াকরে আমার পেনশনের ব্যবস্থা করে দিলে খুবই
    উপকার হবে 🙏🙏🙏

    Like

    • সেনাবাহিনী কত বছর চাকরির পর স্বেচ্ছায় অবসরে গেলে পেনশন পাওয়া যায়, সে আইনটা আপনি জানার চেষ্টা করুন। এসব ব্যাপারে ভালো উকিলের সঙ্গে পরামর্শ পেলে বেশি লাভবান হবেন।

      Like

  38. সেনা সদস্য যদি ছুটিতে আসে পুরাতন দোষমনের সঙ্গে যদি মারামারি হয় তাহলে সেইটার অভিযোগ যদি সেনা সদরে যায় তাহলে কি সেনা সদস্যর চাকরি চলে যাবে নাকি শাস্তি দিবে, একটু জানাবেন প্লিজ,

    Like

    • সেনা কর্তৃপক্ষ যদি অভিযোগ আমলে নেয় এবং তদন্ত করে আপনার অপরাধের প্রমান পায়, তাহলে আইন অনুযায়ী সাজা হতে পারে। একবছর সাজা হলে চাকরি থাকার কথা নয়। তবে সাজা হলেও আপিলের তো সুযোগ থাকে। উকিলের সঙ্গে পরামর্শ করুন

      Like

  39. একজন সেনা সদস্য বিয়ের অনুমতির আগেই বিয়েতে আবদ্ধ হলো,,,,এই কাজটা দেখে আরো অনেকে এমন করতে পারে,,,,যারা দেশ রক্ষায় নিয়জিত তাদের দ্বারা এই কাজটা বেমানান,,,তাই এর জন্য কর্তৃপক্ষের নিকট কিভাবে নোটিশ করা যাবে??? এর উপযুক্ত শাস্তি না হলে অন্যরাও এ মন কাজ করতে পারে।

    Like

    • এটা কারো পারসোনাল সমস্যাও থাকতে পারে বা পরিবারের চাপে পড়েও করতে পারে সেজন্য একথাটা বেমানান বলে আমার মনে হয়। এর সাথে দেশরক্ষার সাথে কি সম্পর্ক?

      Like

    • অনুমতি ছাড়া বিয়ে করলেও ইসলামের দৃষ্টিতে তো কাজটি অবৈধ নয়, বরং শরীর ও মনের জন্য উপকারী। তাই তার ক্ষতি করার চিন্তার কী দরকার। সেনা কর্তৃপক্ষের কাছে প্রমানসহ অভিযোগ গেলে তার শাস্তি হতে পারে।

      Like

  40. কেনডিডেটঃ মোঃ রোহান আলী,পিতাঃ মো হেলাল মাতাঃ জাহানারা বেগম গ্রামঃ ক্ষিদ্রমালঞ্চি, বাগাতিপাড়া, নাটোর জেলার ছেলে। সে দালাল চক্রের মাধ্যমে টাকার বিনিময়ে রাজশাহী কেনটনমেনট মাঠে চাকরি পাওয়ার চেষ্টায় আছে। সে অত্যানত রাগী ছেলে।তার দাঁতে সমস্যা, তার চুরি করার নেশা, গাছের ফল থেকে শুরু করে পুকুরের মাছ পরযনত চুরি করে। তার মতো ছেলে যদি সেনাবাহিনিতে যোগ দেয় তাহলে দেশ ও সমাজের জন্য ক্ষতি। তাই আপনাদের কাছে আমার আকুল অনুরোধ আপনারা তার সম্পর্কে যাচাই এর মাধ্যমে চাকরি দিবেন। ধন্যবাদ সার সবটুকু পড়ার জন্য

    Like

  41. সেনা সদস্য ছুটিতে আসলে জায়গা জমি নিয়ে না না ভাবে হয়রানি করে, সেনাবাহিনীর পাওয়ার দেখিয়ে

    Like

    • সেনা আইন ও পুলিশের আইনে অপরাধীর শাস্তি অত্যন্ত কঠিন। আপনি যদি তার এমন বেআইনি কার্যকলাপ ও অপরাধের প্রমাণসহ তার কর্তৃপক্ষের নিকট অভিযোগ করতে পারেন, তাহলে তার শাস্তি হতে বাধ্য।

      Like

  42. আমি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করতাম।কিন্তু একটা মামলার কারণে আমার চাকরি চলে এবং পরবর্তীতে আদালতে সে মামলাটি মিথ্যা প্রমাণিত হয় সে ক্ষেত্রে আমি কি চাকরি ফেরত পাব

    Like

      • আসসালামু আলাইকুম, কোনো সেনাবাহিনীর সৈনিক যদি কোনো মেয়ে সাথে বিয়ে প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে এবং পরে যদি বিয়ে করতে না চাই। তার বিরুদ্ধে সব রকম প্রমাণ ও আছে।তাহলে তার বিরুদ্ধে কি কোনো স্টেপ নেওয়া যাবে?

        Like

    • মিথ্যা অভিযোগের কারণে চাকরি চলে গেলে এবং আদালতে মিথ্যা অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই চাকরি ফেরত পাওয়া যাবে।

      Like

  43. এক আর্মি অফিসারের বাবা আমার কাছ থেকে টাকা নিয়েছে ব্যবসা করার জন্য কিন্তু সে এখন টাকাটা দিচ্ছে না বরং আরও গালাগালি করে । আমি সেই আর্মি অফিসারের কাছেও ফোন দিয়েছিলাম সে ব্যাপারটা দেখবে বলছে কিন্তু এরপর আর আমার ফোন ধরে না। তার বাবা একজন চরম প্রতারক ও মিথ্যাবাদী । আমি এখন কি করতে পারি পরামর্শ চাই ।ধন্যবাদ ।

    Like

    • টাকা হাওলাত নেওয়ার প্রমাণপত্র থাকলে আপনি থানা বা আদালতে মামলা করতে পারেন। একজন ভালো উকিলের সাথে পরামর্শ করুন।

      Like

    • এজন্য সেনা আইন এবং বিধি জানার চেষ্টা করুন।গুগলে সার্চ দিয়ে তা জানার চেষ্টা করুন। মন্তব্য কলামে এত কিছুর বিস্তারিত বলা সম্ভব নয়।

      Like

  44. ছুটিতে থাকা কালিন কোন নৌবাহনি সদস্য ফৌজদারি অপরাধ কালে সামরীক আইনে তার শাস্তি কি ?

    Like

  45. স্যার আমি সেনা সদস্য ১৭(২) মোতাবেক চাকরি থেকে বরখাস্তকৃত স্যার আমি কোন ভাবে চাকরি টা পেরত পাবো।

    Like

  46. স্যার, কোনো সেনাসদস্য ছুটিতে বাড়ি এসে যদি আর ব্যাটালিয়ন না যা এবং চাকরি করতে না চাই।
    তাহলে কি তাকে বাড়িতে জোর করে ধরে নিয়ে যায়।

    Like

  47. আইন 1952এর ধারা 17 (2) মোতাবেক সামরিক চাকুরী হতে বরখাস্ত করা হয়েছে স‍্যার আমি এই আইনটা বুঝতে পারছিনা আমাকে কোন আইনে ফাসিয়ে বরখাস্ত করা হলো একটু জানাবেন স‍্যার

    Like

  48. কোন সেনা সদস্য যদি মোবাইল ফোনে কল করে হুমকি প্রদান করে, তাহলে করনীয় কি? কি কি আইনি ব্যবস্থা গ্রহন করতে পারি?.

    Like

    • একজন চাকরিজীবীর জন্য এটা মারাত্মক অপরাধ।মোবাইলের রেকর্ড থাকলে আপনি অবশ্যই থানায় বা আদালতে মামলা করতে পারেন কিংবা সেনা কর্তৃপক্ষের কাছে অভিযোগ করলেও তার শাস্তি হবে।

      Like

  49. একজন চাকরিরত সেনা সদস্যর বিরুদ্ধে যদি চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছে। এমন অভিযোগ করলে কি শাস্তি হবে, আর কিভাবে অভিযোগ দায়ের করবো।

    Like

    • নিজেই সেনাসদস্য হলে অপরাধী সেনাসদস্যের বিরুদ্ধে সেনা আইনেই বিচার পাওয়ার সুযোগ আছে। অন্যথায় আদালতে মামলা করলে প্রমাণসাপেক্ষে শাস্তি হবে ইনশাআল্লাহ

      Like

      • সেনাবাহিনী সদস্য দ্বারা হেনস্থার শিকার হলে করনীয় কি

        Like

  50. ৩০০৮/আর/এজি/পিএ-৩(সি) তাং১১নভেঃ২০০২ এই পলিসি টা দরকার

    Like

  51. সেনা সদস্য তার বউ দ্বারা খুবই নিপিড়ীত। তাদের বিবাহ বিচ্ছেদের জন্য কি তাদের সামরিক আদালত না জেলা আদালতে যাবে।

    Like

    • বিবাহবিচ্ছেদের জন্য আদালতে কোনো ব্যবস্থা নেই। কাবিন নামায় যদি স্ত্রীকে তালাকের অধিকার দেয়া থাকে, তাহলে কাজী অফিসে গিয়ে কিংবা উকিলের পরামর্শে নিজে নিজেই সরাসরি তালাক দিতে পারবে। সংশ্লিষ্ট চেয়ারম্যান বরাবর তালাকনামা পাঠিয়ে তালাকপ্রাপ্তকেও একটি কপি দিতে হয়। এটাই মুসলিম পারিবারিক আইনে তালাকের নিয়ম। আদালতে বিবাহ বা তালাকের কোনো বৈধতা নেই।

      Like

  52. একজন বিমান বাহিনীর সদস্যের বিরুদ্ধে অভিযোগ করতে চাই যৌতুকের দাবিতে নারী নির্যাতন করে চলেছেন।

    Like

      • স্যার আমি বিবাহ করিনাই মিথ্যা কাবিননামা তৈরি করে ও আমি ইউনিটে থাকা কালীন সময়ে একজন মহিলা নারী নির্যাতনে মামলা দায়ের করেন সে প্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক একটি তদন্ত আদালত গঠন করেন এ বিষয়ে কোন সত্যতা না থাকাই বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক সেনা আইন হতে অব্যাহতি প্রদান করে কিন্তু সিভিল কোর্টে মামলা চলমান আছে এখন সিভিল মামলা হতে অব্যাহতি পাওয়ার জন্য করনীয় কি

        Like

    • অভিযোগের পক্ষে প্রমাণপত্র থাকলে প্রমাণসহ তার কর্তৃপক্ষের নিকট অভিযোগ দায়ের করতে পারেন। কিংবা তার বিরুদ্ধে আদালতেও মামলা করতে পারেন। প্রমাণ হলে শাস্তি হবে।

      Like

  53. সেনাবাহিনীর সৈনিক থেকে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে পুলিশের এস আই তে পরিক্ষা দিয়ে কৃতকার্য হওয়ার পর সেনাবাহিনী থেকে অব্যাহতি বা ছাড়পত্র গ্রহনের বিধান কি?সেনাবাহিনীতে চাকরি ১০ বছরের বেশি হয়েছে,সেনাবাহিনী হতে কোন পেনশনভুক্ত কোন সুযোগ সুবিধা পাওয়া যাবে কি? যদি নাও পাই তাহলে সেনাবাহিনী থেকে যাওয়ার বিধান কি

    Like

    • একজন বিমান বাহিনীর সদস্যের বিরুদ্ধে অভিযোগ করতে চাই যৌতুকের দাবিতে নারী নির্যাতন করে চলেছেন।

      Like

      • সেনাবাহিনীতে চাকরির এপারমেন্ট পাওয়ার পর বিয়ে করা কি অন্যায় না !!
        এই অন্যায়ের জন্য কিভাবে আবেদন বা মামলা করতে হয় আমাকে একটু বলেন স্যার

        Liked by 1 person

      • সেনাবাহিনীতে চাকরির এপারমেন্ট পাওয়ার পর বিয়ে করা কি অন্যায় না !!
        এই অন্যায়ের জন্য কিভাবে আবেদন বা মামলা করতে হয় আমাকে একটু বলেন স্যার

        Like

    • সেনাবাহিনীর যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়ে চাকরি থেকে অব্যাহতি সম্ভব। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সবকিছু হলে স্যার পত্র নিয়ে নতুন চাকরিতে দিলে সব কিছু কাউন্ট হবে।

      Like

    • যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমেই অন্য চাকরিতে আবেদন এবং পরীক্ষা দেয়ার বৈধ নিয়ম। চাকরি হলে পূর্বতন কর্তৃপক্ষের নিকট চাকরি থেকে অব্যাহতির জন্য দরখাস্ত দিতে হয় এবং তখন কর্তৃপক্ষ অব্যাহতি দিতে বাধ্য থাকে। সেই অব্যাহতি পত্রসহ নতুন চাকরিতে যোগদান করলে পূর্বের চাকরির সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যাবে।

      Like

    • যেভাবে অনুমতি নিয়েছেন সেইভাবে সেনা কর্তৃপক্ষের কাছে নতুন চাকরিতে যোগদান এবং পুরাতন চাকরির ছাড়পত্র চেয়ে দরখাস্ত করতে হবে এবং ছাড়পত্র নিয়ে অন্য চাকরিতে যোগদান করতে হবে।

      Like

  54. আমি একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করতে চাই। কিভাবে, কোথায় করবো?

    Like

    • দুইভাবে প্রতিকার পেতে পারেন তার বিরুদ্ধে আদালতে মামলা করতে পারেন এবং সামরিক কর্তৃপক্ষের কাছেও অভিযোগ করতে পারেন।

      Like

  55. একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কর্তিক সিভিলিয়ানদের উপর অন্যায় ভাবে তার পদবী ব্যবহার করলে জুলুম করলে তার প্রতিকার কিভাবে পাবো?

    Like

    • তার বিরুদ্ধে আদালতে মামলা কিংবা সাময়িক কর্তৃপক্ষের কাছে আবেদন করতে পারেন। মামলায় অভিযোগ প্রমাণিত হলে শাস্তি হবে।

      Like

    • তার অপরাধের বা অসদাচরণের প্রমাণ থাকলে প্রমাণ ও সাক্ষী সুবাদসহ তার সেনা কর্তৃপক্ষের কাছে আবেদন করতে পারেন। থানা বা আদালতেওমামলা করতে পারেন। এ ব্যাপারে উকিলের সঙ্গে পরামর্শ করুন।

      Like

  56. সেনা সদস্য তার বউ দ্বারা খুবই নিপিড়ীত। তাদের বিবাহ বিচ্ছেদের জন্য কি তাদের সামরিক আদালত না জেলা আদালতে যাবে।

    Like

  57. বিবাহের সময় হওয়ার পুর্বে বিবাহ করলে
    কোন শাস্তি হয় কি?

    Like

  58. সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত হলে পরে কি অন্য চাকরি পাওয়া যাবে

    Like

    • ইসলামী আইন তো আছে ভাই? দেখেন শিরোনাম খুঁজে আর আপডেট হচ্ছে আসতে আস্তে–সব পাবেন। ধন্যবাদ

      Like

Leave a reply to shanto Cancel reply