বিজিবির এক সেনা সদস্যর সাথে আমার ছোট বোনকে বিয়ে দিছি ৫ বছর। প্রথমে বিয়ে গোপন করে পরে ৪ বছর পর বিয়ে রেজিষ্টারি করে। কিন্তু বউকে ছেলে তার বাবা মা বোনকে দিয়ে জালাতন করে।আরো নগদ ৬ লক্ষ টাকা ও নিছে।এখন ঠিক মতো তার খোচ খবর রাখে না ভরন পোষন দিচ্ছে না এখন আমরা কি করতে পারি।
সরকারি চাকরিজীবী বিশেষ করে আর্মি পুলিশ বিডিআর এর চাকরির স্থায়িত্ব কচুপাতার পানির মতো।
এ ধরনের অনেককেই আমি শাস্তি দিয়েছি। চাকরি সাসপেন্ড করার ব্যবস্থা করেছি। পরে হাতপা ধরে আপোষ করতে বাধ্য হয়েছে। তার বিরুদ্ধেও নারী ও শিশু নির্যাতনসহ যৌতুকের মামলা দিলেই দের হাতে পায়ে পড়বে।
যারা যারা জ্বালাতন করে তাদের সকলকেই আসামি করতে হবে। কোর্ট থেকে তার বিরুদ্ধে মামলা সমন বা ওয়ারেন্ট জারি হলে চাকরি সাসপেন্ড হয়ে যাবে। আপনারা মামলা না তোলা পর্যন্ত তার চাকরি ঝুলন্ত হয়ে যাবে। আসামিরা আপোষ করতে চাইলে লিখিতভাবে চুক্তি মুখলেছা নিতে হবে, যদি আপনার বোন সংসার করতে চায়। তারা লিখিতভাবে মিউচুয়াল করলে মামলা তুলে নেয়া যেতে পারে।
বিজিবির এক সেনা সদস্যর সাথে আমার ছোট বোনকে বিয়ে দিছি ৫ বছর। প্রথমে বিয়ে গোপন করে পরে ৪ বছর পর বিয়ে রেজিষ্টারি করে। কিন্তু বউকে ছেলে তার বাবা মা বোনকে দিয়ে জালাতন করে।আরো নগদ ৬ লক্ষ টাকা ও নিছে।এখন ঠিক মতো তার খোচ খবর রাখে না ভরন পোষন দিচ্ছে না এখন আমরা কি করতে পারি।
LikeLiked by 1 person
সরকারি চাকরিজীবী বিশেষ করে আর্মি পুলিশ বিডিআর এর চাকরির স্থায়িত্ব কচুপাতার পানির মতো।
এ ধরনের অনেককেই আমি শাস্তি দিয়েছি। চাকরি সাসপেন্ড করার ব্যবস্থা করেছি। পরে হাতপা ধরে আপোষ করতে বাধ্য হয়েছে। তার বিরুদ্ধেও নারী ও শিশু নির্যাতনসহ যৌতুকের মামলা দিলেই দের হাতে পায়ে পড়বে।
যারা যারা জ্বালাতন করে তাদের সকলকেই আসামি করতে হবে। কোর্ট থেকে তার বিরুদ্ধে মামলা সমন বা ওয়ারেন্ট জারি হলে চাকরি সাসপেন্ড হয়ে যাবে। আপনারা মামলা না তোলা পর্যন্ত তার চাকরি ঝুলন্ত হয়ে যাবে। আসামিরা আপোষ করতে চাইলে লিখিতভাবে চুক্তি মুখলেছা নিতে হবে, যদি আপনার বোন সংসার করতে চায়। তারা লিখিতভাবে মিউচুয়াল করলে মামলা তুলে নেয়া যেতে পারে।
LikeLike