১। The Government of Bangladesh (Services) (Repeal) Ordinance, 1975
২। The Government Servants (Review of Penalties) Ordinance, 1975
৩। The Government of Bangladesh (Services Screening) (Repeal) Ordinance, 1977
৪। The Government Servants (Review of Penalties) (Dissolution of Review Board) Ordinance, 1978
৫। The Government Servants (Special Provisions) Ordinance, 1979
৬। সরকারী কর্মচারী (বিশেষ বিধান) অধ্যাদেশ, ১৯৭৯
৭। গণকর্মচারী শৃংখলা (নিয়মিত উপস্থিতি) অধ্যাদেশ, ১৯৮২
৮। নির্ধারিত ছুটি বিধিমালা, ১৯৫৯
৯। সরকারী কর্মচারী (শৃংখলা ও আপীল) বিধিমালা, ১৯৮৫
১০। ভবিষ্য তহবিল ও আনুতোষিক বিধি, ১৯৮৮ (১৯৯১ ও ২০০১ সনে সংশোধীত)
১১। বাংলাদেশ (শ্রান্তি বিনোদন ভাতা) বিধি, ১৯৮৯
১২। বৈষম্য (চাকুরী ও পেশা) কনভেনশন, ১৯৫৮ (নং ১১১)
১৩। নিবন্ধন পরিদপ্তর (স্থাবর সম্পত্তি হস্তান্তর করআদায়কারী কর্মচারীদের ভবিষ্য তহবিল ও আনুতোষিক) বিধিমালা, ১৯৯২
১৫। অগ্রণী ব্যাংক কর্মচারী চাকরি প্রবিধানমালা-২০০৮
আমি পল্লী বিদ্যুৎ সমিতির চুক্তিভিত্তিক মিটাররিডার আমি গত ০১/০৮/২০২১ ইং তারিকে ফরিদপুর পবিস থেকে ৯ বৎসর শেষে সার্বিস বেনিফিট ও জামানতের ১০০০০ টাকা সহ মোট কত টাকা পাইবো, আমাদের সকল পবিসের নিয়ম এক-ই থাকলেও এক এক পবিসের সার্বিস বেনিফিটের হিসাব এক এক রকম হওয়ার কারণ কি।
LikeLike
চাকুরির আবেদনের সময় প্রদানকৃত স্থায়ী ঠিকানা নিয়োগপত্র গ্রহণের ১ মাস পর পরিবর্তন হলে, পুলিশ ভেরিফিকশনে কোনটি ঠিকানা স্থায়ী হিসেবে দিতে হবে?
আপডেট নাকি যে ঠিকানায় চাকরি হয়েছে?
LikeLike
কেউ যদি তার সরকারি চাকরি ছেড়ে, অন্য আর একটি সরকারি চাকরি পায়। তাহলে কি সে তার আগের চাকরিটা অন্য কাউকে হস্তান্তর করে যেতে পারবে। এমন কি কোন সুযোগ আছে।
LikeLike
ভেকক্সিন না নিলে কোন সম্যসা হবে কি?
LikeLike
আমার শিক্ষা প্রতিষ্ঠানে ৯ম গ্রেডে আর কেউ নেই। এখন শুধু আমি একজন।
LikeLike
আমি এম পি ভূক্ত শরীরচর্চা শিক্ষক। আমার চাকুরী বয়স ১২ বছর চলছে। আমি ১ম উচ্চতর স্কেল পেয়েছি। আমি এখন নবম গ্রেডে। আমার সমস্যা হলো। আমি যখন ১০ম গ্রেড ছিলামj তখন প্রতিষ্ঠানে অন্য যারা ১০ম গ্রেড ছিল তাদের নাম হাজিরা খাতায় আমার আগে ছিল।এখন আমি ৯ম গ্রেডে। এখন ও আমার নাম হাজিরা খাতায় আমার নাম ১০ গ্রেড শিক্ষকদের পিছনে। আমার প্রশ্ন আমার নাম হাজিরা খাতায় ১০ম গ্রেড শিক্ষকদের আগে থাকবে নাকি পরে।
LikeLike
আমি ব্র্যাকে এনজিও চাকুরীরত ছিলাম। হঠাত করে সরকারি চাকুরীতে যোগদান করতে হয়। এইক্ষেত্রে ১ মাসের সমপরিমাণ বেতনের টাকা কি ফেরত দিতে হবে?
LikeLike
ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল, সহ সভাপতি ও দু জন সদস্য প্রতিনিধি জাল জালিয়াতি মামলার প্রতিবেদন ভূক্ত আসামী। উক্ত মাদ্রাসায় কি শিক্ষক/ককর্মচারী নিয়োগ দিতে ?
LikeLike
ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল, সহ সভাপতি ও দু জন সদস্য প্রতিনিধি জাল জালিয়াতি মামলার প্রতিবেদন ভূক্ত আসামী। উক্ত মাদ্রাসায় কি শিক্ষক/ককর্মচারী নিয়োগ দিতে ?
LikeLike
ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল, সহ সভাপতি ও দু জন সদস্য প্রতিনিধি জাল জালিয়াতি মামলার প্রতিবেদন ভূক্ত আসামী। উক্ত মাদ্রাসায় কি শিক্ষক/ককর্মচারী নিয়োগ দিতে ?
LikeLike
বেপজা চাকরি প্রোবিধান ১৯৯০ টা দেওয়া যাবে?
প্লিজ
LikeLike
অফিস সহায়ক থেকে কি পদন্নোতি হয়?
LikeLike
হয়
LikeLike
অফিস সহায়ক থেকে কি পদন্নোতি হয়?
LikeLike
এক লোক সরকারি চাকরি ছাড়ার পর আট মাস বেতন পেয়েছে। এখন এটার উপর ভিত্তি করে মামলা করে চাকরি ফেরত পাবে
LikeLiked by 1 person
সুযোগ নেই। চাকরি ছাড়ার পর ভুলক্রমে আসা বেতন গ্রহণ করাটাও মারাত্মক প্রতারণা এবং স্বেচ্ছায় সে বেতন ফেরত দেয়া উচিত ছিল। অবৈধ বেতন গ্রহণ সংক্রান্ত প্রণয়নের উদ্যোগ হলে বড় ধরনের ঝামেলায় পড়বেন।
LikeLiked by 1 person
একজন সরকারী কর্মচারী এক জায়গায় কতদিন চাকুরী করিতে পারে এবং কত আদেশে তা বলা আছে জানতে চাই
LikeLike
Ami akti autonomous company te job kore amk police verification a bihari o sthanio thikana nai bole ovijog deyeche akhn ki amr parmanent hte ki koroniyo
LikeLiked by 1 person
অভিযোগ খণ্ডন করে কর্তৃপক্ষের কাছেে নাগরিকত্ব ও স্থানীয় ঠিকানার কাগজপত্র জমা দিতে হবে। চাকরির ক্ষতি হওয়ার ভয় থাকলে একজন উকিলের সঙ্গে পরামর্শ করতে হবে।
LikeLike
বিভাগীয় প্রার্থী কি সকল জেলায় অংশগ্রহণ করতে পারবেন
LikeLiked by 1 person
এক জেলার প্রার্থী অন্য জেলার জন্য দরখাস্ত করতে পারে না।
LikeLike
non mpo( govt. shikrito) school er porichalona committee bina ovijoge shokol teacher der ak sathe obbehoti dite pare kina.
LikeLiked by 1 person
আইনত পারে না। এমন করলে তার বিরুদ্ধে মামলা করলে সুফল পাওয়া যাবে।
LikeLike
বিনানোটিশে বা কারণ দর্শানোর নোটিশের জবাব প্রাপ্তিসাপেক্ষে বিভাগীয় মামলায় অভিযোগ প্রমাণিত না হলে কেউ কাউকে অব্যাহতি দিতে পারেনা
LikeLike
ভাই আমি একটা সরকারি চাকরি করি আমি এই চাকরিটা ছেড়ে দিয়ে অন্য আরেকটা চাকরি ধরতে চাচ্ছি তবে আমি চাকরিটা করতে পারবো
LikeLiked by 1 person
সরকারি চাকরি বিধি অনুযায়ী শর্তসাপেক্ষে চাকরি ছাড়লে সমস্যা নেই। তখন অন্য চাকরি করা যাবে।
LikeLike
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যথানিয়মে নিয়োগ সম্পন্ন করার মধ্যে এডহক/চুক্তিভিত্তিক/থোক-এ নিয়োগ দেওয়া যায় কি? যদি না যায়, বিধান কি আছে?
LikeLike
স্থায়ীপদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মানে কি? এইটা কি স্থায়ী হবে?
LikeLiked by 1 person
স্থায়ীপদে প্রেষণে কিংবা চলতি দায়িত্ব কিংবা অতিরিক্ত দায়িত্ব ইত্যাদি দেয়াকেই স্থায়ী পদের অস্থায়ী নিয়োগ বলা হয়
LikeLike
7বছর চাকরি করার পর চাকরি কোন সমস্যার কারণে চলে গেলে সে কি পেনশন বা কোন টাকা পাবে
LikeLiked by 1 person
না
LikeLike
আমি একটি সরকারি প্রতিষ্ঠান এ চতুর্থ শ্রেণির একটি চাকুরি করি,, আমার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আমি যদি অন্য কোন ভালো পদে যেতে চাই তাহলে এর নীতিমালা কী?
LikeLiked by 1 person
অন্য যেকোনো সরকারি চাকরিতে যাওয়া যাবে। তবে দরখাস্ত বা পরীক্ষা দেয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। তাহলে যদি চাকরি হয় পূর্বের চাকরির মেয়াদ ও সুবিধাদি নতুন চাকরি সঙ্গে যুক্ত হবে।
LikeLike
আর যদি কর্তৃপক্ষের মাধ্যমে না করা হয় তাহলে কী করণীয়
LikeLike
আপনার কাছে এই নীতিমালা আছে?
LikeLike
যদি যথাযথ প্রক্রিয়ায় পূর্বের সরকারী চাকুরী ছেড়ে একই গ্রেডের অন্য পদে যেগদান করা হয়, তাহলে পূর্ব পদের জ্যৈষ্ঠতা নতুন পদে পাওয়া যাবে কি? বিষয়টি বিস্তারিত জানালে বা কোন রেফারেন্স দিলে উপকৃত হবো।
LikeLike
“জনতা ব্যাংক লিমিটেড কর্মচারী চাকুরী প্রবিধানমালা ২০০৮” upload করার জন্য অনুরোধ জানাচ্ছি।
LikeLiked by 1 person
ওকে
LikeLike
১৯৯০ সালে সুপার ও সহকারী সুপার পদে নিয়োগের পরিপত্র টা আমার দরকার । কি ভাবে পাব?ফোন নং০১৭১১৫১৫৯৩০
LikeLike
আমি একজন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাই ডার
কমিউনিটি ক্লিনিক মুলত এখন সরকারি ট্রাস্টের আওতায় পরেছে,, এবং আমি,, বর্তমানে চাকরী ছেড়ে দিতে চাচ্ছ,, কত দিন আগে আমাকে প্রত্যাহার পত্্র ূাখিল করতে হবে, কি কি করতে হবে
LikeLiked by 1 person
সরকারি চাকরি হলে এবং তা ছাড়তে চাইলে 1 মাস আগে সরকারকে নোটিশ দিয়ে আবেদন করতে হবে। বিস্তারিত জানতে মোহাম্মদ ফিরোজ এর চাকরি বিধিমালা দেখা যেতে পারে
LikeLike
সরকারী বন্ধের দিনে (শুক্র ও শনি বা অন্যান্য বন্ধ) কর্মস্থল ত্যাগ (বাড়ীতে গমন) করার নিয়ম/বিধিমালা কি ?
LikeLike
আপনি আমার মোবাইল নঃএ কল দেন। ০১৭২২১৩১১৪৪
LikeLike
সরকারি চাকুরী হইতে অব্যাহতি কার্যকর হওয়ার পরেও পুনর্বহাল করা যায় কি? এমন কোনো নজির আছে কি?
LikeLike
কোন ব্যাক্তি সেচ্ছায় চাকরি থেকে অব্যাহতির আবেদন করে অব্যাহতি গ্রহন করলে পুনরায় চাকরিতে নিয়োজিত হতে পারার জন্য আবেদন করতে পারবে কি?
LikeLike
একবার অব্যাহতির দরখাস্ত দেবার পর আইনে তা ফিরিয়ে নেবার অনুমতি নেই। তা বাধ্যতামূলকভাবে কার্যকরের বিধান আছে। তবে উপযুক্ত কর্তৃপক্ষ চাইলে দরখাস্ত ফিরিয়ে নিতে বা দাখিক করা হয়নি মর্মে সুযোগ দিতেই পারে, এমন নজির অনেক আছে।
LikeLike
সবার জন্য বলছি, মোহাম্মদ ফিরোজ মিয়ার লেখা চাকরিসংক্রান্ত বিভিন্ন বইছাড়াও অনেকের বইয়ে আপনাদের প্রশ্নের উত্তর পাবেন। আপনারা নিউ মার্কেটের আইনবইসংক্রান্ত লাইব্রেরিতে পাবেন।
আর ২০১৮ সালের চাকরিবিধি পাবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে।
LikeLiked by 1 person
ঠিক
LikeLike
সরকারি চাকরি আইন-২০১৮ যুক্ত করা হয়েছে। ধন্যবাদ
LikeLike
সরকারী চাকুরী আইন 2018 কোথায় গেলে পাব
LikeLiked by 1 person
আমিও খুঁজতেছি ভাই,কোথাও পাই নাই।
LikeLike
সরকারি চাকরি আইন-২০১৮ যুক্ত করা হয়েছে, দেখুন। ধন্যবাদ
LikeLike
বিচার বিভাগে স্কেলভূক্ত কর্মচারীকে পদোন্নতি দেওয়া যাবে কি?নাকি অবৈধ 2015 এর পর এমন সংশোধিত আইন আছে কিনা জানালে খুবই উপকৃত হবো।বেতন পাচ্ছি না নয় মাস
LikeLiked by 1 person
আমি সরকারি dgfp তে গাড়ি চালক হিসেবে নিয়োজিত আছি আমি কি নিজ বেতনে আমার শিক্ষাগত যগোত্যা আমি ba/bba পাশ আমি কি পদবি পরিবতন করতে পারবো দয়া করে যানাবেন
LikeLiked by 1 person
গাড়ি চালক থেকে কি নিজ বেতনে শিক্ষাগত যগোতা আইআনুযাযি পদবি পরিবতন করা য়ায
LikeLiked by 1 person
আদালতের রায় অনুযায়ী ভূতাপেক্ষ ভাবে নিয়োগ প্রাপ্ত হলে পিছনের যাবতীয় সুযোগ সুবিধা যেমন, উচ্চতর স্কেল, সিলেকশন গ্রেড, টাইম স্কেল ইত্যাদি প্রাপ্যতার বিধান কি? কোন বইয়ে পাওয় যাবে? জানালে উপকৃত হবো।
LikeLiked by 1 person
ফিরোজ মিয়ার লেখা চাকরিসংক্রান্ত বিভিন্ন বইছাড়াও অনেকের বইয়ে আপনার প্রশ্নের উত্তর পাবেন। আপনি নিউ মার্কেটের আইনবইসংক্রান্ত লাইব্রেরিতে পাবেন।
LikeLike
কোন সদস্য সিভিল কোন ব্যাক্তি কে টাকা দিয়ে চাকরিতে যোগদানের ৩ বছর পার হবার পর বিশয় টা নিজ মুখ থেকে অপ্রাত্যাসিত ভাবে কোন বিজিবি সদস্য কে বলে ফেললে উক্ত বিশয় নিয়ে তাকে চাকুরিচ্যুত করার কি কোন বিধান আছে কি???
LikeLike
প্রমাণসাপেক্ষে সবই সম্ভব কিংবা অসম্ভব। শোনাকথায় বিচার চলে না, দলিল চাই
LikeLike
আমার বাবা সরকারী অফিসের পিয়ন । ওনার চাকরির বয়স আরও ৮-৯ বছর আছে। কিন্তু শারীরিক অসুস্থতারর কারনে উনি চাকরি করতে পারছেন না। এখন ওনার পরিবর্তে আমার ভাই কি বাকি ৮-৯ বছর চাকরি করে দিতে পারবেন?
LikeLiked by 1 person
এমন কোনো বিধান আমার জানা নেই। তবে অনেক দপ্তরে দপ্তরপ্রধানের অনুমতি নিয়ে বদলি চাকরি অনেকেই করছে।আপনি আপনার বাবার বসের অনুমতিসাপেক্ষে সেটি করতে পারবেন।
LikeLike
গেজেটেড কর্মকর্তাদের অফিসে হাজিরা খাতায় হাজিরা স্বাক্ষর বিষয়ে কোন বিধান রয়েছে কি? ঐ বিষয়ে জানতে চাই।
LikeLike
আমার জানামতে নেই
LikeLike
সরকারী চাকুরী তে পর্দা করার আইন বা নীতিমালা সম্পর্কে জানতে চাই।
LikeLike
এমন বিধান নেই। ড্রেসকোড আছে
LikeLike
“অগ্রণী ব্যাংক লিমিটেড কর্মচারী চাকুরী প্রবিধানমালা ২০০৮”
আমার এই আইনটা প্রয়োজন
LikeLiked by 1 person
এখানে তা যুক্ত করা হয়েছে, দেখুন
LikeLike
কোন প্রার্থী সরকারী চাকুরী অবস্তায় নির্বাচন করতে পারবে কিনা জানালে উপকৃত হব।
LikeLike
নাহ, অবসরের ৩ বছরের মাথায় নির্বাচন করতে পারবে। নির্বাচন কমিশনের বিধান দেখা যেতে পারে
LikeLike
বেসরকারি চাকুরী অবস্তায় পড়া লেখা করলে চাকুরী কি চলে যায় নাকি
LikeLiked by 1 person
সরকারি চাকরিতে একই সাথে একাধিক চাকরি বা কর্ম নিষিদ্ধ। চাইলে কর্তৃপক্ষ শাস্তিমূলক ব্যবস্থা নিলে করার কিছু নেই
LikeLike
স্যার আমি বেসরকারি হাইস্কুল তৃতীয় শ্রেণী তে আছি আমি কি অন্য কোন কোম্পানী তে জব করতে পারবো না
LikeLiked by 1 person
এমন বিধান আমার জানা নেই। পড়াশোনার পাশাপাশি চাকরির দায়িত্ব কর্তব্য পালনসহ হাজিরা ঠিকমত দিলে সমস্যা হওয়ার কথা নয়। পড়াশোনা শুধু নয় যেকোনো কারণেই চাকরিতে লালকালি পড়লে সমস্যা হতেই পারে। তবে বসের সাথে সুসম্পর্ক ও সমঝোতার মাধ্যমে এমন সমস্যার সমাধান করা যায়।
LikeLike
আমার বাবা সরকারি চাকরি করে সে ফৌজদারি মামলার আসামি, যদি সময়িক বরখাস্ত হয় তাহলে বেতন ভাতা কি পাবে?
LikeLike
সাময়িক বরখাস্ত হলে অর্ধ খোরাকি ভাতা পাবেন।
LikeLike
সরকারি চাকরিতে আত্মীকৃত বিধিমালা সম্পর্কে কিছু জানতে চাই।
LikeLike
সরকারি করপোরেশনে চুক্তিভিত্তিক চাকুরি স্থায়ীকরণের নীতিমালা জানতে চাই
LikeLike
সেই কর্পোরেশনের আইন-বিধিতে পাবেন।
LikeLike
সরকারি চাকরিতে আত্মীকৃত বিধিমালা সম্পর্কে কিছু জানতে চাই।
LikeLike
সারা বাংলাদেশে সকল সাব-রেজিস্ট্রী অফিসের দৈনিক মজুরী ভিত্তিক কর্মচারীগনকে স্কেলভূক্ত করলে তারা একটু কোন রকম ডাল ভাত খেয়ে চলতে পারে আমি মাননীয় মন্ত্রী,মোঃ আনিছুল হক,আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, মহোদয়কে দৃষ্টি আকর্ষন করছি আমাদের সু-দৃষ্টিতে জেন দেখা হয়
LikeLiked by 1 person
সাইটি আমার খুব উপকারে এসেছে। এডমিন কে ধন্যবাদ।
LikeLike
ধন্যবাদ
LikeLike
BSR (Part 1 & 2) কোথায় পাব
LikeLike
BSR (part 1 & 2)
LikeLiked by 1 person
এসবের সম্মিলিত রূপ হিসেবে এখন সরকারি চাকরি আইন-২০১৮ চালু হয়েছে, দেখুন এই পেজে
LikeLike
লিঙ্কে ক্লিক করলে অ্যাড পেজে চলে যাচ্ছে।
LikeLiked by 1 person
কোন লিংক জানান প্লিজ
LikeLike
Very important to know
LikeLiked by 1 person
ধন্য হলাম
LikeLike
কাছু জানাতে পারছিনা,চাকুরি সম্পর্কে কিছুই জানিনা,কারন এখনো চাকুরির পথে যাই নাই,তবে খুজতেছি কিন্তু পাচ্ছিনা
LikeLiked by 1 person
very good
LikeLiked by 1 person
very essential side
LikeLike
Thanks a lot
LikeLike
বিসিআইসি কর্মচারী চাকুরী প্রবিধানমালা ১৯৮৮,দয়া করে upload den
LikeLike
ধন্যবাদ সাইট পরিদর্শনের এবং পরামর্শের জন্য। আমি আপনার পরামর্শ কাজে লাগাতে চেষ্টা করবো।
LikeLike
প্রবিধানমালা ১৯৮৮ যুক্ত করা হয়েছে, দেখুন
LikeLike
সাইটি আমার খুব উপকারে এসেছে। এডমিন কে ধন্যবাদ।
LikeLike
উপকৃত হওয়ায় আমার শ্রম সার্থক বলে মনে করি–ধন্যবাদ।
LikeLike