আন্তর্জাতিক নীতি-চুক্তি/আইন বালায় আইন ১। মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র, ১৯৪৮ ২। অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক চুক্তি, ১৯৬৬ ৩। নাগরিক ও রাজনৈতিক অধিকারের আন্তর্জাতিক চুক্তি, ১৯৬৬ ৪। নাগরিক ও রাজনৈতিক অধিকারের আন্তর্জাতিক চুক্তি, ১৯৬৬ ৫। নাগরিক ও রাজনৈতিক অধিকারের আন্তর্জাতিক ঐচ্ছিক প্রটোকল, ১৯৬৬ ৬। নাগরিক ও রাজনৈতিক অধিকার সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তির দ্বিতীয় ঐচ্ছিক প্রটোকল ৭। প্রাকৃতিক সম্পদের উপর চিরস্থায়ী সার্বভৌমত্ব-১৯৬২ ৮। জাতিসংঘ শিশু অধিকার সনদ, ১৯৮৯ ৯। নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ (সিডও), ১৯৭৯ ১০। সংগঠনের স্বাধীনতা এবং সংঘবদ্ধ হওয়ার অধিকার সংরক্ষণ কনভেনশন, ১৯৪৮ ১১। বলপ্রয়োগমূলক শ্রম কনভেনশন, ১৯৩০ ১২। সমপারিশ্রমিক সুপারিশ, ১৯৫১ (সুপারিশ নং ৯০) ১৩। বৈষম্য (চাকরি ও পেশা) সুপারিশ, ১৯৫১ (সুপারিশ নং ১১১) ১৪। সমপারিশ্রমিক কনভেনশন, ১৯৫১ (কনভেনশন নং ১০০) ১৫। বৈষম্য (চাকরি ও পেশা) কনভেনশন, ১৯৫৮ (কনভেনশন নং ১১১) ১৬। অত্যন্ত খারাপ ধরনের শিশুশ্রম কনভেনশন, ১৯৯৯ ১৭। দাসত্ব কনভেনশন-১৯২৭ ১৮। ১৯৪৯ সালের প্রথম জেনেভা কনভেনশন এবং যুদ্ধ ক্ষেত্রে আহত ও পীড়িতদের সংরক্ষণ ১৯। ১৯৪৯ সালের দ্বিতীয় জেনেভা কনভেনশন এবং নৌবাহিনীর আহত, পীড়িত ও জাহাজডুবী সদস্যদের সংরক্ষণ ২০। ১৯৪৯ সালের তৃতীয় জেনেভা কনভেনশন এবং যুদ্ধ বন্দীদের সংরক্ষণ ২১। ১৯৪৯ সালের চতুর্থ জেনেভা কনভেনশন এবং বেসামরিক ব্যক্তিদের অধিকার সংরক্ষণ ২২. জাতি সমস্যার জীবতাত্ত্বিক প্রত্যয় সম্পর্কিত প্রস্তাব পত্র, ১৯৬৭ ২৩. জাতি ও জাতিগত কুসংস্কার দূরীকরণের ঘোষণাপত্র, ১৯৬৭ ২৪। জাতিগত বর্ণবৈষম্য দূরীকরণ সংক্রান্ত আন্তর্জাতিক কনভেনশন, ১৯৬৬ ২৫। জাতীয় ও উপজাতীয় অধিবাসী কনভেনশন, ১৯৫৭ (নং ১০৭) ২৬। বৈষম্য (চাকুরী ও পেশা) কনভেনশন, ১৯৫৮ (নং ১১১) ইরেজিতে আইন International Bill of Human Rights Right of self-determination Rights of Children Rights of Women Fredoom of Association The abolition of froced labour Equality The Elimination of Child labour Prevention of discrimination Slavery, servitude, forced labour and similar institutions and practices Humanitarian law Share this:TwitterFacebookLike this:Like Loading...
many many tahnks
LikeLike
many many thanks
LikeLike
ভাল লেগেছে ।
LikeLike
অনেক ধন্যবাদ
LikeLike
“আইন যতো আইন”
আমার অনেক ভালো লেগেছে
LikeLike
ভালো লাগায় অনেক ধন্যবাদ
LikeLike